Monday, November 10, 2025

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। তবে পরপর ৮ ম্যাচে হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানের পারো এফসির বিরুদ্ধে ড্র, কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে লাল-হলুদ শিবিরে। এই ম্যাচটা জিততে না পারলে, টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যাবে ইস্টবেঙ্গল।

২) ডার্বি জয়ের রেশ কাটিয়ে আগামী বুধবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে হায়দরাবাদ এফসি। শেষ ম্যাচে হায়দরাবাদ মহামেডান স্পোর্টিংকে চার গোলে হারিয়েছে হায়দরাবাদ। যদিও এই পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ জোসে মোলিনা। বরং হায়দরাবাদের কাছ থেকে তিন পয়েন্টের লক্ষ্যের কথা জানালেন তিনি।

৩) জল্পনার অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিয়েছেন আসন্ন আইপিএল-এ খেলবেন তিনি। তবে গত আইপিএল-এ দেখা গিয়েছে, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে তাঁর নাম থাকত আট নম্বরে। সব ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি ধোনি। বেশ কিছু ম্যাচে দু’তিন বলের বেশি খেলতে পারেননি প্রাক্তন সিএসকে অধিনায়ক। কেন আট নম্বরে নামতেন ধোনি ? সেই নিয়ে এবার মুখ খুললেন মাহি নিজেই।

৪) পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন। চলতি বছরে টি-২০ বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচকে কোচ করেছিল পাকিস্তান। কিন্তু সেই সম্পর্ক টিকল না। মাত্র ৬ মাসের মধ্যেই সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্স্টেন। এদিকে বিকল্প কোচের ঘোষণা করে দিয়েছে পিসিবি।

৫) নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই চেনা ছন্দে নেই বিরাট কোহলি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেও, দ্বিতীয় টেস্টে একেবারেই ব্যাট হাতে ব্যর্থ হন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিশেষ করে নিউজিল্যান্ড টেস্টে স্পিনারদের বিরুদ্ধে বারবার ব্যর্থ হন বিরাট। কোহলির পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। আর এরই মধ্যে বন্ধু বিরাটের জন্য মুখ খুললেন দীনেশ কার্তিক।

আরও পড়ুন- আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে বসুন্ধরা কিংস, জয়ই লক্ষ্য ইস্টবেঙ্গল কোচের

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...