Friday, November 7, 2025

১) এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। তবে পরপর ৮ ম্যাচে হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানের পারো এফসির বিরুদ্ধে ড্র, কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে লাল-হলুদ শিবিরে। এই ম্যাচটা জিততে না পারলে, টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যাবে ইস্টবেঙ্গল।

২) ডার্বি জয়ের রেশ কাটিয়ে আগামী বুধবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে হায়দরাবাদ এফসি। শেষ ম্যাচে হায়দরাবাদ মহামেডান স্পোর্টিংকে চার গোলে হারিয়েছে হায়দরাবাদ। যদিও এই পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ জোসে মোলিনা। বরং হায়দরাবাদের কাছ থেকে তিন পয়েন্টের লক্ষ্যের কথা জানালেন তিনি।

৩) জল্পনার অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিয়েছেন আসন্ন আইপিএল-এ খেলবেন তিনি। তবে গত আইপিএল-এ দেখা গিয়েছে, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে তাঁর নাম থাকত আট নম্বরে। সব ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি ধোনি। বেশ কিছু ম্যাচে দু’তিন বলের বেশি খেলতে পারেননি প্রাক্তন সিএসকে অধিনায়ক। কেন আট নম্বরে নামতেন ধোনি ? সেই নিয়ে এবার মুখ খুললেন মাহি নিজেই।

৪) পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন। চলতি বছরে টি-২০ বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচকে কোচ করেছিল পাকিস্তান। কিন্তু সেই সম্পর্ক টিকল না। মাত্র ৬ মাসের মধ্যেই সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্স্টেন। এদিকে বিকল্প কোচের ঘোষণা করে দিয়েছে পিসিবি।

৫) নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই চেনা ছন্দে নেই বিরাট কোহলি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেও, দ্বিতীয় টেস্টে একেবারেই ব্যাট হাতে ব্যর্থ হন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিশেষ করে নিউজিল্যান্ড টেস্টে স্পিনারদের বিরুদ্ধে বারবার ব্যর্থ হন বিরাট। কোহলির পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। আর এরই মধ্যে বন্ধু বিরাটের জন্য মুখ খুললেন দীনেশ কার্তিক।

আরও পড়ুন- আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে বসুন্ধরা কিংস, জয়ই লক্ষ্য ইস্টবেঙ্গল কোচের

 

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version