Thursday, August 21, 2025

সিপিআইএম প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের পরে বারবার প্রকাশ্যে এসেছেন অভিযুক্ত বাম নেতা। এমনকি প্রকাশ্যে এসে এমন কথা তরুণীর জন্য তিনি প্রয়োগ করেছেন যা লজ্জাজনক বলে বারবার আক্রমণ শানিয়েছেন নেটিজেন থেকে সাধারণ মানুষ। কার্যত এক অপকীর্তিকে ঢাকতে একের পর এক অপরাধ বাড়িয়ে চলেছেন প্রাক্তন বিধায়ক তথা তার দল সিপিআইএম (CPIM)। এভাবে সাফাই না দিয়ে তরুণীর কাছে ক্ষমা চাওয়া দাবি রাজ্যের শাসকদলের।

তন্ময় ভট্টাচার্যের উপর তরুণী সাংবাদিক অভিযোগ তোলার পরই সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বরাহনগর থানা (Baranagar police station)। তন্ময় নিজে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তাঁর ওজন তরুণীর ওজনের প্রায় দ্বিগুণ। ওজনের দোহাই দিয়ে তরুণীর কোলে বসে পড়ার যে অভিযোগ উঠেছে কার্যত তা খারিজ করার চেষ্টা করেন তিনি। যদিও স্পষ্টভাবে সেই কথা তিনি স্বীকারও করেননি। তরুণীর ওজন নিয়ে তার বক্তব্যের জেরে ফের সমালোচনার মুখে পড়েন তিনি। এক তরুণী সাংবাদিকের ওজন নিয়ে কথা বলা যে বডি শেমিং (body shaming)-এর পর্যায়ে পড়ে, তাও তার জানা ছিল বলে পরে দাবি করেন। তবে বডি শেমিং-এর প্রশ্ন ছাড়া মহিলার ওজন নিয়ে বক্তব্য যে অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে যায়, তাও হয়তো জানা ছিল না প্রবীণ বামনেতার।

স্বাভাবিকভাবেই তাঁর এই অশ্লীল ইঙ্গিতের সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “কুকীর্তি যারা করেন তারা কী ওজন করিয়ে রাখেন?” তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় কুণাল ঘোষ বারবার প্রতিবাদ জানানোয় তন্ময় ভট্টাচার্য কুণালকেই কাঠগড়ায় দাঁড় করানোর বৃথা চেষ্টা করেন। পাল্টা কুণাল দাবি করেন, “যে কাজটি করেছে অত্যন্ত আপত্তিজনক। অপকীর্তি করেছেন। তাঁর শাস্তির দাবি থেকে কখনই সরে আসব না। অপরাধ করেছেন ক্ষমা চাইবেন। সেটাকে ঢাকতে এতগুলো মিথ্যে কথা বলতে হচ্ছে।”

অভিযোগকারিনীকে বিভিন্নভাবে নিরস্ত করার প্রয়াস করে ব্যর্থ হয়েছেন তন্ময়। সেই ফিরিস্তিও তিনি দেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। পাল্টা কুণাল ঘোষের দাবি, “সিপিআইএমের গোটা দল ব্যস্ত হয়ে গেল ক্যামেরা কীভাবে চালাতে হয় সেটা বোঝাতে। একটি বাচ্চা মেয়ের সঙ্গে হয়েছে এই ঘটনা। তাঁরা ক্ষমা চাক মেয়েটির কাছে। অভিযোগকারিনী নিজের অবস্থান থেকে নড়েনি।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version