Thursday, August 28, 2025

মুখ্যমন্ত্রীর বাড়িতে হোমযজ্ঞে কালী-আরাধনা, সপরিবারে হাজির অভিষেক

Date:

এবার কালীপুজোয় বাংলার লোকশিল্পের আঙ্গিকে সেজেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কালীঘাটের বাড়ির পুজো। এবছর তাঁর বাড়ির কালীপুজো ৪৭ বছরে পা দিল। বাড়ির পুজোয় ভোগ রান্না থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা, পুজোর তদারকি, অতিথি আপ্যায়ন নিজেই করেন মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। অন্যান্য বাড়ির মতো এবারও সপরিবারে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

 বৃহস্পতিবার, অমাবস্যা তিথি বিকেল থেকে শুরু হয়ে যাওয়ায় সন্ধে থেকেই পুজো শুরু হয় কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে। এবার হলুদ শাড়িতে সাজানো হয়েছে দিগম্বরী কালী প্রতিমাকে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেই সাজ তদারকি করেছেন। প্রতিবারের মতো এবারও ভোগ রান্নায় হাত লাগিয়েছেন তিনি। বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও রয়েছে সেখানে। ধানের শিষ, মাটির হাঁড়ি দিয়ে নান্দনিক ভাবি সাজানো হয়েছে মণ্ডপ। সন্ধেয় কন্যা আজানিয়াকে নিয়ে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুত্রকে নিয়ে আসেন অভিষেক-পত্নী রুজিরা। সদ্য আমেরিকা থেকে চোখ অপারেশন করিয়ে এসেছেন অভিষেক। সেই কারণে এদিন কালো চশমা পরা ছিল তাঁর। এবার সম্ভবত চিকিৎসকের পরামর্শ মতোই যজ্ঞের সামনে বসেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সুপ্রিমোর পাশে বসেই যজ্ঞের আহুতি দিয়েছেন। মমতা, অভিষেক-সহ পরিবারের সদস্যরা মিলে পুষ্পাঞ্জলি দেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় প্রতিবারই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, নেতা, আমলা এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।







Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version