Wednesday, August 20, 2025

বারাকের ঘর নিয়ে বচসা! নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে ধর্না মহিলা SI-এর

Date:

Share post:

ওসির (Officer in Charge) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধর্না মহিলা এসআই(I.S)। নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ মহিলা সাব ইনস্পেক্টর সোমা তরফদারের। তাঁর অভিযোগ, ছুটি কাটিয়ে এসে তিনি দেখেন বারাকে তাঁর ঘর দখল করা হয়েছে। তাঁর বেড-এর পাশে আরও কয়েকটি বেড রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি নাদিয়াল থানার (Nadial Police Station) ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর সেই মহিলা এসআইকে ক্লোজ করা হলে তিনি নাদিয়াল থানার সামনে ধর্নায় বসে পড়েন। নাদিয়াল থানা সূত্রে খবর, নতুন কয়েকজন পুলিশকর্মী আসায় তাঁদের থাকার জন্য পর্যাপ্ত ঘর না থাকায় ওই মহিলা এসআই-এর ঘরেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। আর তার জেরেই এই ঘটনার সূত্রপাত। বারাকের বেড নিয়ে ওসির কোনও কথা শুনতে চাননি ওই SI। এরপর নির্দেশ অমান্য করার কারণে বুধবারই তাঁকে ক্লোজ করা হয়।

এবিষয়ে এসআই সোমার মন্তব্য, “নাদিয়াল থানায় (Nadial Police Station) দেড় বছর এসেছি। আমি নাদিয়াল থানার সমস্ত ভিতরের খবর জেনে যাচ্ছি বলে ওসি আমার সঙ্গে শত্রুতা করছেন। আমাকে নানারকম দোষ দিচ্ছেন। আমাকে মেইল করে বলছে, আপনার কাগজ এসেছে, আমাকে ক্লোজ করা হচ্ছে। আমি বলেছিলাম, ডিআরও ক্লোজড হব না।” গোটা বিষয়টি ইতিমধ্যেই এসআই হেড কোয়ার্টার, সিপিকে মেইল করে জানিয়েছেন বলে জানান ওই মহিলা। এমনকী মুখ্যমন্ত্রীকেও তিনি জানিয়েছেন। তিনি দাবি করেন, “আমাকে কী কারণে ক্লোজ করা হল, তা ওসি সৌমেন বন্দ্যোপাধ্যায়, এএসআই মনসুর আলম, কনস্টেবল খন্দকর আলমকে জবাব দিতে হবে।”







spot_img

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...