ওসির (Officer in Charge) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধর্না মহিলা এসআই(I.S)। নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ মহিলা সাব ইনস্পেক্টর সোমা তরফদারের। তাঁর অভিযোগ, ছুটি কাটিয়ে এসে তিনি দেখেন বারাকে তাঁর ঘর দখল করা হয়েছে। তাঁর বেড-এর পাশে আরও কয়েকটি বেড রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি নাদিয়াল থানার (Nadial Police Station) ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর সেই মহিলা এসআইকে ক্লোজ করা হলে তিনি নাদিয়াল থানার সামনে ধর্নায় বসে পড়েন।
এবিষয়ে এসআই সোমার মন্তব্য, “নাদিয়াল থানায় (Nadial Police Station) দেড় বছর এসেছি। আমি নাদিয়াল থানার সমস্ত ভিতরের খবর জেনে যাচ্ছি বলে ওসি আমার সঙ্গে শত্রুতা করছেন। আমাকে নানারকম দোষ দিচ্ছেন। আমাকে মেইল করে বলছে, আপনার কাগজ এসেছে, আমাকে ক্লোজ করা হচ্ছে। আমি বলেছিলাম, ডিআরও ক্লোজড হব না।” গোটা বিষয়টি ইতিমধ্যেই এসআই হেড কোয়ার্টার, সিপিকে মেইল করে জানিয়েছেন বলে জানান ওই মহিলা। এমনকী মুখ্যমন্ত্রীকেও তিনি জানিয়েছেন। তিনি দাবি করেন, “আমাকে কী কারণে ক্লোজ করা হল, তা ওসি সৌমেন বন্দ্যোপাধ্যায়, এএসআই মনসুর আলম, কনস্টেবল খন্দকর আলমকে জবাব দিতে হবে।”