Tuesday, August 26, 2025

কালীপুজো-দীপাবলিতে মাইক এবং সাউন্ড বক্সের দাপট রুখতে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

কালীপুজো-দীপাবলিতে পুজো প্যান্ডেলে মাইক এবং সাউন্ড বক্সের দাপট রুখতে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কালীপুজোর দিন থেকে আগামী রবিবার পর্যন্ত পুজো প্যান্ডেলগুলিতে কখন কখন মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। দিনে-রাতে কোন এলাকায় শব্দের মাত্রা সর্বোচ্চ কত হতে পারে, তা জানিয়ে দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, দিনের বেলা (সকাল ৬টা থেকে রাত ১০টা) শিল্পাঞ্চলে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল যেন না ছাড়ায়। বাজার এলাকায় সর্বোচ্চ ৬৫ ডেসিবেল। বসত এলাকায় ৫৫ ডেসিবেল। শহরের হাসপাতাল সংলগ্ন ‘সায়লেন্স জোনে শব্দের মাত্রা যেন ৫০ ডেসিবেল না ছাড়ায়। রাতেও শব্দের মাত্রা বেঁধে দিয়েছে পুলিশ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্পাঞ্চল এবং বসত এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা যথাক্রমে ৭০ এবং ৪৫ ডেসিবেল হতে পারে। রাতে বাজার এলাকায় শব্দের মাত্রা যাতে ৫৫ ডেসিবেল না ছা়ড়ায়।
কলকাতা পুলিশের নির্দেশিকা, বৃহস্পতিবার কালীপুজোর দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক্রোফোন এবং সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। এই নিয়মই কার্যকর থাকবে আগামী রবিবার পর্যন্ত। পুজো প্যান্ডেলের বাইরে কোনও রাস্তায় মাইক্রোফোন বা সাউন্ড বক্স বসানো যাবে না। এই নিয়ম যারা মানবেন না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ।








Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version