আজ, বৃহস্পতিবার ৩১ অক্টোবর কার্তিক অমাবস্যায় পালিত হবে এই বছরের কালীপুজো। জেনে নিন এই বছর কখন পড়ছে অমাবস্যা। মা কালীর আরাধনার সঠিক সময় জেনে নিন।
বেণী মাধব শীলের পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে ৩১ অক্টোবর ২০২৪ বেলা ৩টে ৫২ মিনিটে।
অমাবস্যা তিথির অবসান হবে ১ নভেম্বর ২০২৪ বিকেল ৫টা ৮ মিনিটে।
কালীপুজোর জন্য শুভ সময় থাকবে ৩১ অক্টোবর রাত ১১টা ৪৮ মিনিট থেকে রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।
মা কালীর পুজো সারা রাত ধরে চললেও এই এক ঘণ্টা সময়ের মধ্যেই মা কালীর আরাধনার সবচেয়ে উপযুক্ত সময় থাকবে।
এই বছর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে কালীপুজোর দু-দিন পরে, আগামী ৩ নভেম্বর রবিবারে।