Monday, August 25, 2025

কালীপুজো-দীপাবলিতে মাইক এবং সাউন্ড বক্সের দাপট রুখতে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

কালীপুজো-দীপাবলিতে পুজো প্যান্ডেলে মাইক এবং সাউন্ড বক্সের দাপট রুখতে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কালীপুজোর দিন থেকে আগামী রবিবার পর্যন্ত পুজো প্যান্ডেলগুলিতে কখন কখন মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। দিনে-রাতে কোন এলাকায় শব্দের মাত্রা সর্বোচ্চ কত হতে পারে, তা জানিয়ে দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, দিনের বেলা (সকাল ৬টা থেকে রাত ১০টা) শিল্পাঞ্চলে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল যেন না ছাড়ায়। বাজার এলাকায় সর্বোচ্চ ৬৫ ডেসিবেল। বসত এলাকায় ৫৫ ডেসিবেল। শহরের হাসপাতাল সংলগ্ন ‘সায়লেন্স জোনে শব্দের মাত্রা যেন ৫০ ডেসিবেল না ছাড়ায়। রাতেও শব্দের মাত্রা বেঁধে দিয়েছে পুলিশ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্পাঞ্চল এবং বসত এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা যথাক্রমে ৭০ এবং ৪৫ ডেসিবেল হতে পারে। রাতে বাজার এলাকায় শব্দের মাত্রা যাতে ৫৫ ডেসিবেল না ছা়ড়ায়।
কলকাতা পুলিশের নির্দেশিকা, বৃহস্পতিবার কালীপুজোর দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক্রোফোন এবং সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। এই নিয়মই কার্যকর থাকবে আগামী রবিবার পর্যন্ত। পুজো প্যান্ডেলের বাইরে কোনও রাস্তায় মাইক্রোফোন বা সাউন্ড বক্স বসানো যাবে না। এই নিয়ম যারা মানবেন না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ।








Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version