পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয় স্কুল পড়ুয়া। স্কুল ফেরত ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের (gang rape) অভিযোগ অসমের তিনসুকিয়ার (Tinsukia) বরডুবি থানা এলাকায়। চূড়ান্ত শারীরিক ও মানসিক সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণীর ছাত্রী (school girl)।
অসমের তিনসুকিয়া জেলার বরডুবি থানা (Bordubi police station) এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর এক পড়ুয়া সোমবার দুপুরে স্কুলের পর বাড়ি ফিরছিল। সেই সময় বাইকে এসে তিন যুবক তাকে অপহরণ (abducted) করে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এবং শেষে একটি চা বাগানের (tea garden) ধারে ফেলে রেখে যায়।
বিকাল পর্যন্ত ছাত্রীটি বাড়ি না ফেরার উদ্বিগ্ন হয়ে পড়ে বাড়ির লোক। শেষে স্থানীয় এক রিকশাচালক বাড়িতে খবর দেয়, চা বাগানের ধারে ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখার। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে অচৈতন্য এবং পোশাক ছেঁড়া অবস্থায় পায়। তাকে তুলে নিয়ে গিয়ে বরডুবি থানায় (Bordubi police station) গেলে সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন
এই ঘটনার পরে প্রবল রাগে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। মহিলা ও মেয়েদের সাধারণ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান তারা। অন্যদিকে তিনসুকিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা ছাত্রীদের মানসিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন।
–
–
–
–
–
