মধ্যমগ্রামে (Madhaymgram) বাদুতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় বাড়ছে মৃতের (Death) সংখ্যা। বুধবার মৃত্যু হয়েছিল একজনের। এরপর বৃহস্পতিবার দু’জনে মৃত্যু হল। এদিকে বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার এই ঘটনার পর গোডাউন থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। মৃত সেই শ্রমিকের নাম বিশ্বনাথ শিকদার। গুরুতর জখম অবস্থায় বাকি দু’জনকে ভর্তি করা হয়েছিল বারাসত হাসাপাতালে (Barasat Government Medical College & Hospital)। তাঁরা দু’জন ৮০ শতাংশ দগ্ধ ছিলেন। বার্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা শুরু হয়। তাঁদের মধ্যে জয়দেব কর্মকারের বুধবার রাতেই মৃত্যু হয়। বৃহস্পতিবার সকলে শের আলি নামে অপর একজন শ্রমিকেরও মৃত্যু হয়।

রাসায়নিক কারখানার মালিকের জামাই কুলদীপ সিংও এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার পর তাঁকে প্রথমে বারাসত হাসপাতালে (Barasat Government Medical College & Hospital)ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতির কারণে দ্রুত স্থানান্তরিত করা হয় এক বেসরকারি হাসপাতালে। যাঁরা আহতদের উদ্ধার করতে গিয়েছিলেন, তাঁদেরও অনেকে দগ্ধ হয়েছেন। তবে গোডাউনে কী কারণে আগুন লেগেছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
