বাড়ির কালীপুজোয় ভোগ রান্না থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা, পুজোর তদারকি অতিথি আপ্যায়নে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, অমাবস্যা তিথি বিকেল থেকে শুরু হয়ে যাওয়ায় সন্ধে থেকেই পুজো শুরু হয় কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে। এবার হলুদ শাড়িতে সাজানো হয়েছে দিগম্বরী কালী প্রতিমাকে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেই সাজ তদারকি করেছেন। প্রতিবারের মতো এবারও ভোগ রান্নায় হাত লাগিয়েছেন তিনি।
বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও রয়েছে সেখানে। পুজোর সাজসজ্জার কাজ তদারকি করেন মমতা। তারপর অতিথি আপ্যায়ন। থালায় প্রদীপ সাজান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় প্রতিবারই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, নেতা, আমলা এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।