Friday, August 29, 2025

আর জি কর ইস্যু নিয়ে নবান্ন অভিযান করে কলকাতা ও হাওড়ায় হুলুস্থুলু করেছিল বিজেপি। বিচারের দাবি জানিয়ে তাদের রাজনীতির আগুনে অবশ্য জল ঢেলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। একশ্রেণির বাম ও নকশাল সমর্থিত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চ থেকে বারবার ‘গো ব্যাক’ শুনতে হয়েছে বিজেপি সাংসদদেরও। তারপরই ইউ-টার্ন রাজ্যের বিজেপি নেতাদের। তবে দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs) যে এভাবে রাজ্যের নেতাদের মতো পিঠ দেখিয়ে পালাবেন তা হয়তে আশা করেননি নির্যাতিতার বাবা-মা। অমিত শাহর (Amit Shah) এই আচরণকে অমানবিক দাবি করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

অমিত শাহের সফরের আগেই তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল যেন অমিত শাহ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। কিন্তু বাস্তবে তা না হওয়ায় কুণালের অভিযোগ, “তিনি কলকাতা এলেন, দলের নেতাদের সঙ্গে কথা বললেন। যেরকম রুটিন কিছু রাজনৈতিক অসার কথাবার্তা বলেন সেগুলো সব বললেন। কিন্তু অভয়ার বাবা-মাকে সময় দিলেন না। সেক্ষেত্রে তাতে যদি ওনাদের খারাপ লাগে সেই খারাপ লাগার যথাযথ কারণ ছিল। অমিত শাহ ঠিক করেননি।”

তবে কেন এত বড় ইস্যুতে পরিবারের সাক্ষাৎ এড়িয়ে গেলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তারও কারণ তুলে ধরেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। তিনি দাবি করেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিনে গড়ে ৯০টি নারী নির্যাতনের (sexual abuse) ঘটনা ঘটছে। এই সব প্রশ্নের কৈফিয়ৎ চাইবে মানুষ। সেই জন্যই তিনি হয়তো এই দরজা খুলতে চাননি। এটা অমানবিক কাজ করেছেন।”

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version