বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়েছেন বিশ্ব তাবড় নেতা। গান্ধীজি থেকে নেলসন ম্যান্ডেলা সব বর্ণ-সম্প্রদায়ের সমান অধিকারের দাবিতে জীবনপণ করেছেন। কিন্তু এখনও গায়ের রং দিয়ে হয় বিচার। প্রশ্ন ওঠে সন্তানের গাত্রবর্ণ নিয়ে। এমনকী জল এতদূর গড়ায় যে, দম্পতি বাধ্য হলেন শিশুর ডিএনএ পরীক্ষা (DNA Test) করাতে।
সন্তানের গায়ের রং নিয়ে ট্রোল, DNA টেস্টে বাধ্য হলেন দম্পতি!
Date:
Share post: