‘সরকারকে জিজ্ঞাসা করে জন্মেছিলে?’, চাকরিপ্রার্থীদের প্রশ্ন রাজস্থানের আধিকারিকের!

ওই ব্যক্তিকে প্রশ্ন করেন "আপনি সরকারকে জিজ্ঞাসা করে জন্মেছিলেন কী?" প্রশ্ন শুনে কার্যত নিরুত্তর হয়ে যান নিয়োগপ্রার্থীরা (job aspirants)

চাকরিপ্রার্থীদের ঠিক কেমন চোখে দেখা হয় বিজেপি শাসিত রাজ্যে তার উদাহরণ তুলে ধরলেন রাজস্থানের (Rajasthan) আধিকারিক। প্রকাশ্যে জন্ম নিয়ে প্রশ্ন তুলে প্রবল সমালোচনার মুখে আইএএস পদমর্যাদার রাজস্থানের স্বাস্থ্য সচিব (Health Secretary)। ভিডিও ভাইরাল (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই সমালোচনায় সরব রাজনীতিক থেকে নেটিজেনরা।

রাজস্থানের স্বাস্থ্যসচিব (Health Secretary) পদে মাত্র দেড় মাস আগে আসীন হন গায়েত্রী রাঠোড়। বিজেপি রাজস্থানে ক্ষমতায় আসার পরে যে ব্যাপক রদবদল হয়েছে সচিব পর্যায়ে, তার মধ্য়ে অন্যতম ছিলেন গায়েত্রী। সম্প্রতি তাঁর নিজের দফতরের বাইরে বিভিন্ন পদে নিয়োগপ্রার্থীরা তাঁর সঙ্গে দেখা করার জন্য আসেন। তাঁদের তথ্য-নথি সংক্রান্ত কাগজ দেখার সময় একবারও তাঁকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়নি প্রকাশিত ভিডিওতে (video)। তবে হঠাৎই নিয়োগপ্রার্থীদের দিকে ফিরে গিয়ে এক অপ্রীতিকর প্রশ্ন করে বসেন তিনি।

নিয়োগ সংক্রান্ত কাগজে জন্মতারিখ সংক্রান্ত সমস্যা তুলে ধরেন নিয়োগপ্রার্থীরা। সেই বিষয়ে হঠাৎই ঘুরে তিনি ওই ব্যক্তিকে প্রশ্ন করেন “আপনি সরকারকে জিজ্ঞাসা করে জন্মেছিলেন কী?” প্রশ্ন শুনে কার্যত নিরুত্তর হয়ে যান নিয়োগপ্রার্থীরা (job aspirants)।