Thursday, July 3, 2025

কপিলের শোয়ে রবীন্দ্র অপমান! গর্জে উঠল টলিউড, আইনি পথে শ্রীজাত

Date:

Share post:

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে(The Great Indian Kapil Show) রবীন্দ্রনাথকে নিয়ে মশকরা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কবি শ্রীজাত (Srijato)। বলিউড শিল্পীদের অশিক্ষাকে দুষলেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradip Dasgupta)। হাস্যরসের উদ্রেক করতে গিয়ে তাল-জ্ঞান- বিবেক বিসর্জন দিয়ে রীতিমতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রুচিহীন ঠাট্টা-রসিকতায় কাঠগড়ায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। লম্বা পোস্ট করে কবি শ্রীজাত লেখেন, “দিনপাঁচেক আগে নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি নতুন পর্ব সংযোজিত হয়, যেখানে অতিথিদের মধ্যে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন উপস্থিত ছিলেন। সেই পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক উপস্থিত হন এবং সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মশকরার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে ক্রুষ্ণা অভিষেক যে ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে। পর্বটি যথাস্থানে আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন, আর যাঁরা ইতিমধ্যেই দেখেছেন, তাঁরা ভালই জানেন। এই কদর্য উপস্থাপনার বিরুদ্ধে আমি আমার লিখিত অভিযোগ ও আপত্তি জানালাম। যে বা যাঁরা ওই কৌতুকদৃশ্য রচনায়, উপস্থাপনায়, অনুমোদনে ও সম্প্রচারে জড়িত থাকলেন, তাঁদের সকলের বিরুদ্ধে অভিযোগ জানালাম। স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থ উচ্চারণে।”

কালীপুজোর রাতে সমাজমাধ্যমে আক্ষেপ করেছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তও। তাঁর কথায় “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সবটাই অশিক্ষা। কাকে নিয়ে কতটা মজা করা যায় সেই সম্পর্কে ধারণা না থাকলে এমনটাই হয়।” শ্রীজাতর পোস্টটি শেয়ারও করেছেন। কখনও ছবির প্রচারে আবার কখনও বিনোদনের খাতিরে কপিল শর্মা শোতে বলিউড অভিনেতা অভিনেত্রীদের আসা-যাওয়া লেগেই আছে। এখানে বিনোদন জগতের নানা ব্যক্তিত্বদের নিয়ে মিমিক্রি করাটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে গেল কারণ কদর্য কৌতুক দৃশ্য রচনা করতে গিয়ে যেভাবে বঙ্গতনয়া কাজলের (Kajol) সামনেই রবীন্দ্রনাথকে অপমান করা হলো তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। যদিও তনুজা-কন্যা অবশ্য এই নিয়ে কোনও প্রতিবাদ করেননি। কিন্তু টলিউড (Tollywood) এই অপমান মেনে নিচ্ছে না। ইতিমধ্যেই পরিচালক অভিনেতা গায়ক গায়িকারা প্রতিবাদ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। শ্রীজাত (Srijato ) কপিল শর্মা শো-এর সঙ্গে জড়িত চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য সাত দিন সময় দিয়েছেন, তা না হলে তিনি আইনি পদক্ষেপ করবেন। সুরকার পরিচালক ইন্দ্রদীপ দ্বিধাহীন ভাবে কবিকে সমর্থনের কথা জানিয়েছেন। প্রতিবাদে শামিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী থেকে শুরু করে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, সুমন ঘোষ, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী-সহ মোট ২১ জন বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা। গর্জে উঠেছে টলিউড, রবীন্দ্র অপমান কোনভাবেই বরদাস্ত নয়।

spot_img

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...