Thursday, August 28, 2025

বিরাটের কাঁধেই কি উঠছে আরসিবির নেতৃত্বের ভার? মুখ খুলল আরসিবি

Date:

গতকাল ছিল আইপিএল-এর রিটেশন। আইপিএল-এর দশ দল তাদের কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কোন ক্রিকেটারকে ছেড়ে দেবে তা জানিয়ে দিয়েছে। আর এরপর জল্পনা শুরু হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে। আরসিবি তাদের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিকে ছেড়ে দিয়েছে। আর এরপরই জল্পনা শুরু হয়েছে তবে কি বিরাট কোহলি ফের ফিরতে চলেছেন নেতৃত্বে। কারণ সব থেকে বেশি টাকায় কোহলিকে রেখেছে দল। আর এই নিয়েই এবার মুখ খুললেন আরসিবি দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট।

এই নিয়ে আরসিবি দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট বলেন,” আমরা শক্তিশালী দল তৈরি করতে চাই। আমরা যে ক্রিকেটারদের ধরে রেখেছি তা খুবই ইতিবাচক সিদ্ধান্ত বলেই মনে করছি। তবে নেতৃত্ব নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে। কিন্তু এখনও আমরা দলের অধিনায়ক বেছে নেইনি। ফ্যাফ দুর্দান্ত অধিনায়ক, কিন্তু আমরা ওকে রাখিনি। দলের জন্য ও যা করেছে, তারজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এবারে নিলামে উঠতে হবে তাকে। নেতৃত্ব নিয়ে এখনও আলোচনা বাকি। নিলামের পরিকল্পনার সময় এটাও মাথায় রাখতে হবে।” এরপর তিনি আরও বলেন, “ নিলামে আমরা শক্তিশালী ভারতীয় দল তৈরি করতে চাইব। রিটেনশনেই আমরা সেটা স্পষ্ট করে দিয়েছি। রজত এবং দয়াল গত মরশুমে খুব ভাল খেলেছে। স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে রজত। দয়াল নতুন বল সুইং করাতে পারে, চাপ সামলাতে পারে। সেই কারণেই ওদের রাখা হয়েছে।”

এদিকে ছেড়ে দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকেও। এই প্রসঙ্গ নিয়েও কথা বলেন বোবাট। তিনি বলেন,” সিরাজকে না রাখার সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন ছিল। ওর অবদান ভোলা যাবে না। বেশ কয়েক বছর ধরে আরসিবি এবং ভারতের হয়ে পারফর্ম করেছে সিরাজ। কিন্তু আমরা নিলামে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ নিতে চাইছিলাম। বোলিং আক্রমণে একটা ভারসাম্য প্রয়োজন আমাদের।”

আরসিবি এদিকে রিটেশনে রেখে দিয়েছে ২১ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে। রজত পাটীদারকে রেখেছে ১১ কোটি টাকা দিয়ে। এবং যশ দয়ালকে ৫ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন- আজ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে নেজমেহ এফসি

 

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version