Thursday, December 4, 2025

রাজ্যের গ্রামীণ শিল্পীদের তৈরি হস্তশিল্প সামগ্রী এবার অনলাইনে কেনার সুযোগ

Date:

Share post:

বাজারে কিংবা শপিং মলে গিয়ে কেনাকাটা করার চল অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। নতুন প্রজন্মের একাংশ এখন মজেছে ঘরে বসে অনলাইন শপিংয়ে। পুজো হোক কিংবা বিয়েবাড়ি,  ভিড়ভাট্টা ঠেলে, লাইনে দাঁড়িয়ে শপিং করার মানসিকতা এখন অনেকেই ত্যাগ করেছেন। সেইসব গ্রাহকের জন্য এবার নতুন উদ্যোগ।এবার ঘরে বসেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বাঁকুড়ার বালুচরি, মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তাঁরা কিনতে পারবেন। এর জন্য অনলাইন পোর্টাল চালু করতে চলেছে দফতর।

রাজ্যের গ্রামীণ শিল্পীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এবার দেশ বিদেশের যে কোনও জায়গা থেকে অনলাইনে কেনাকাটা করা যাবে। সৃষ্টিশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের জনপ্রিয় হস্তশিল্প গুলির বিপণন, প্যাকেজিং ও বাজারজাত করণের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য পেশাদার সংস্থার সহায়তায় নেওয়া হবে।  পেশাদার সংস্থাকে দিয়েই ধনেখালি তাঁত এবং জামদানি-সহ বাংলার হস্ত শিল্পীদের তৈরি মোট সাত ধরনের হস্তশিল্প সামগ্রীকে নতুন মোড়কে বাজারে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইন বিপণন ছাড়াও দেশ-বিদেশের বড় বড় বিমানবন্দর এবং রেল স্টেশনে সৃষ্টিশ্রীর আউটলেট খোলা হবে। সেখানে এই সব পণ্যের প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, হস্তশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত রাজ্যের কয়েক লক্ষ মানুষ। বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া এই সব শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের ঐতিহ্যকে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও মাথায় রাখা হয়েছে।

রাজ্যের ১৭টি জেলায় এই নামে স্টলও বসানো হয়। কিন্তু এবার দফতর চাইছে, এর পরিধি আরও বাড়ুক। তাই  দূর দূর এলাকায় এইসব হাতের কাজ পৌঁছে দিতে অনলাইন পোর্টালকেই হাতিয়ার করা হয়েছে। যে জেলার যা বৈশিষ্ট্য, সেই অনুযায়ী সামগ্রী তৈরি করে এই পোর্টালে আপলোড করা থাকবে। গ্রাহকরা তার মধ্যে থেকে জিনিস পছন্দ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন। ক্যুরিয়ার সার্ভিস মাধ্যমে সেগুলি গ্রাহকদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...