Tuesday, August 26, 2025

ট্রেনে লেডিস কামরায় কিছু পুরুষের উঠে পড়া নিয়ে নিত্যদিন ঝামেলা লেগেই থাকে। তবু এই অভ্যাস বদলানো যায়নি। এবার বিষয়টি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রেল।মহিলা যাত্রীদের ১৩৯ ডায়াল করার পরামর্শ দিয়েছে রেল। এর ফলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে আরপিএফ।

অভিযোগ, শুধুমাত্র লেডিস কামরা, এমনকী লেডিস স্পেশ্যালে উঠে পড়েই ক্ষান্ত থাকেন না কিছু পুরুষ। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, গত একমাসে হাওড়া, শিয়ালদহ, মালদহ এবং আসানসোলে অভিযান চালিয়ে লেডিস কামরায় ওঠার অভিযোগে ১৪১৩ জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

শনিবার এক বিবৃতিতে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন,কিছু পুরুষ যাত্রী ইচ্ছে করে মহিলা কোচে ওঠেন। বারণ করা সত্ত্বেও শোনেন না। বাধ্য হয়ে রেলকে অভিযান চালাতে হচ্ছে।রেল সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে অভিযান চালিয়ে হাওড়া থেকে ২৬২ জন, শিয়ালদহ থেকে ৫৭৫ জন, মালদহতে ১৭৬ জন, আসানসোলে প্রায় ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন ভিডিও বার্তায় রেলকর্তা কৌশিক মিত্র বলেন, আগে তুলনায় ট্রেনের সংখ্যা বেড়েছে।ট্রেনে কোচের সংখা বেড়েছে। তবু কিছু পুরুষ যাত্রী ইচ্ছাকৃতভাবে মহিলা কোচে উঠে পড়েন। এদের শায়েস্তা করতেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।এই বিষয়ে মহিলা যাত্রীদের উদ্দেশ্যে রেল কর্তার অনুরোধ, লেডিস কোচে পুরুষ যাত্রী দেখলেই ১৩৯ নম্বরে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। একই সঙ্গে পুরুষ যাত্রীদের উদ্দেশ্যেও রেলের অনুরোধ, এভাবে নিজেদের সামাজিক সম্মান নষ্ট করবেন না। ধরা পড়লে মোটা টাকা জরিমানা নেওয়া হবে বলেো জানিয়েছে রেল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...
Exit mobile version