Monday, November 17, 2025

সংগঠন নিয়ে গুচ্ছ কর্মসূচি মমতার, দ্বিতীয় ‘নবজোয়ারের’ প্রস্তুতি অভিষেকের!

Date:

Share post:

চোখের সমস্যার কারণে লোকসভা নির্বাচনের পরে বেশি মাত্রায় রাজনৈতিক কর্মসূচি করতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সম্প্রীতি আমেরিকা থেকে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর।প্রথম পর্যায়ে নবজোয়ার কর্মসূচিতে প্রায় ৬০ দিন বাড়ির বাইরে ছিলেন অভিষেক। রাত কাটিয়েছেন তাঁবুতে। সেই বার বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। সেই অভিযানে তৃণমূলের বেশ কিছু জায়গায় সাংগঠনিক ড‌্যামেজ কন্ট্রোল হয়েছিল। পরবর্তী নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়েছিল। এবারও একইভাবে টানা কর্মসূচি করবেন তিনি। এবারও তাঁর সফর বাংলার উত্তর থেকে দক্ষিণমুখী হবে বলেই জানা যাচ্ছে। জেলায় জেলায় সফর করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাত কাটাবেন তাঁবুতে।

দ্বিতীয় পর্যায়ের নবজোয়ার কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, রাজ্যে বিরোধীদের চক্রান্তমূলক কুৎসা এবং মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি- তিনটি বিষয়কে সামনে রেখে প্রচার করা হবে।

এর পাশাপাশি তৃণমূল (TMC) সূত্রে খবর, নভেম্বর থেকে জানুয়ারি- সংগঠনের বিভিন্ন স্তরে বেশ কিছু সময়োপযোগী পরিবর্তন আনবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এ বিষয়ে অভিষেক-সহ শীর্ষনেতৃত্ব এবং সংশ্লিষ্ট জেলা নেতৃত্বগুলির মতামতও নেবেন তিনি। ছাত্র, যুব-সহ কয়েকটি শাখা সংগঠন এবং গণসংগঠনের কাজের মূল‌্যায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ, এই সংগঠনগুলির একাংশের চূড়ান্ত নিষ্ক্রিয়তার কারণে নিবিড় জনসংযোগে তৃণমূলের বেশ কিছু সাংগঠনিক সমস‌্যা হয়েছে। বেশ কিছু রিপোর্ট ইতিমধ্যেই জমা হয়েছে। দলকে মেদমুক্ত ও কার্যকরী করে আরও বেশি গতিতে পথে নামাতে চাইছেন মমতা এবং অভিষেক দু’জনেই। ফলে কিছুক্ষেত্রে ঢেলে সাজানোর কথা ভাবা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ কিছু কর্মসূচি নতুন বছরে ঘোষিত হবে। জেলায় জেলায় সরকারি প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে দলীয় কিছু কর্মসূচিও থাকতে পারে। চোখের অস্ত্রোপচার পরে বিধিনিষেধের মধ্যে থাকার পাশাপাশি প্রয়োজনীয় হোমওয়ার্ক এগিয়ে নেবেন অভিষেক। সাংগঠনিক রদবদলেও সক্রিয় ভূমিকা নেবেন নেত্রীর সঙ্গে। তারপর ফেব্রুয়ারি থেকে নবজোয়ারের দ্বিতীয় পর্যায়ের কথা শোনা যাচ্ছে।







spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...