পাড়ার ঝামেলা থেকে দোকান ভাঙচুর! শালিমারে মোতায়েন ব়্যাফ

প্রথমে একটি মোবাইলের দোকানে ভাঙচুর চালানো হয়। এরপরই পরিস্থিতি খারাপ দিকে যায়। দুপক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়তে (stone pelting) থাকে

পাড়ার বিবাদ থেকে রণক্ষেত্র হাওড়ার শালিমার (Shalimar)। দুপক্ষের সংঘর্ষের জেরে ইটবৃষ্টি থেকে দোকান ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশাল বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হল ব়্যাফ (RAF)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই পাড়ার এক মহিলা ও এক পুরুষের মধ্যে শুরু হয় বিবাদ। তার জেরে প্রথমে একটি মোবাইলের দোকানে ভাঙচুর চালানো হয়। এরপরই পরিস্থিতি খারাপ দিকে যায়। দুপক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়তে (stone pelting) থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া পুলিশের বিশাল বাহিনী। হাওড়া পুলিশ কমিশনার (CP, Howrah) প্রবীন ত্রিপাঠি জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়েছে। তবে তার জন্য এলাকায় লাঠিচার্জ হয় বলেও দাবি স্থানীয়দের। ঘটনায় ৬জনকে আটক করে পুলিশ।