বিভিন্ন সময় অন্য খেলার ইভেন্টগুলোয়ও হাজির হতে দেখা গিয়েছে নেইমারকে। মাঝে চোটের কারণে মাঠের বাইরে থাকার সময়ও গ্যালারিতে বসে বিভিন্ন খেলা উপভোগ করতে দেখা গিয়েছে তাকে। এবার অবসর সময় পেয়ে নেইমার ছুটে গিয়েছেন টেনিস উপভোগ করতে।

বিভিন্ন সময় অন্য খেলার ইভেন্টগুলোয়ও হাজির হতে দেখা গিয়েছে নেইমারকে। মাঝে চোটের কারণে মাঠের বাইরে থাকার এবং কিনওয়েন জেং। চিনা প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে ৬-৩ ও ৬-৪ গেমে জিতেছেন সাবালেঙ্কা।
আর সাবালেঙ্কার এই জয় মাঠে উপস্থিত থেকে উপভোগ করেছেন নেইমার। খেলা দেখতে গিয়ে সাবালেঙ্কার সঙ্গে দেখা করে ছবিও তুলেছেন নেইমার এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে সাবালেঙ্কার সঙ্গে ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘আমরা টেনিসের রানির খেলা দেখতে গিয়েছিলাম।’ আরেকটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রানি তোমার সঙ্গে দেখা হয়ে ভাল লাগল।’
