সিনিয়র অফিসারকে গুলি করে হত্যা করে ধৃত কনস্টেবল। ঘটনাটি ঘটেছে মনিপুরের (Manipur) মংবুং গ্রামের পুলিশ পোস্টে। পুলিশ (Police) সূত্রের খবর, ডিউটি নিয়ে গত শনিবার থেকে ওই সাব-ইন্সপেক্টর শাহজাহান সঙ্গে বচসা চলছিল অভিযুক্ত কনস্টেবল বিক্রমজিৎ আকোইজাম। অভিযোগ, এদিন সকালেও দুজনের মধ্যে বচসা বাধে। সে সময়ই নিজের সার্ভিস রাইফেল থেকে সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত।