গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, বর্ধমানে রান্নাঘরে শিশুকে শারীরিক নির্যাতন দাদুর!

টিউশন পড়তে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে এনে ধর্ষণের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় (Rape in Gaighata)। শুক্রবার সন্ধেয় শিমুলপুর এলাকা থেকে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করা হয়। শনিবার নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করতে বিষয়টি জানাজানি হয় এরপর, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুজিত পাল ওরফে বাবুসোনাকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রায় দেড় বছর ধরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করতেন। অভিযুক্ত যুবক বিবাহিত, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে মেয়েটির পরিবার।

অন্যদিকে বর্ধমানে (Burdwan) খাবারের (চকোলেট) লোভ দেখিয়ে শিশুকন্যাকে রান্নাঘরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ দাদুর বিরুদ্ধে। অনিল দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে তাঁর চিকিৎসা চলছে।