Thursday, August 21, 2025

আন্দোলনকারী পরিচয়ের মোবাইল একমাসের মধ্যে উদ্ধার করে দিল কলকাতা পুলিশই

Date:

আর জি কর কাণ্ডকে সামনে রেখে কলকাতা পুলিশকে (Kolkata Police) দোষারোপ করতে এতোটুকু পিছপা হননি জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। প্রমাণ লোপাট থেকে শুরু করে তথ্য বিকৃতি- সব অভিযোগই আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। অথচ এই কলকাতা পুলিশেই ২৪ ঘণ্টার মধ্যে আর জি করের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করেছিল। আর যে জুনিয়র ডাক্তাররা এই পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছিলেন তাঁদেরই একজন পরিচয় পণ্ডা। দশ দফা দাবিতে ধর্মতলার অনশন মঞ্চেও ছিলেন তিনি। সেখানেই খোয়া গিয়েছিল তাঁর মোবাইল ফোনটি। একমাসের মধ্যেই সেটা উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল কলকাতা পুলিশ-যাদের বিরুদ্ধে এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের সবচেয়ে বেশি আক্রোশ।

কুড়ি অক্টোবর দুপুরে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গিয়েছিলেন মু্খ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ অন্যান্যরা। আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা ছিল। সেই সময় অনশন মঞ্চে মোবাইল ফোনে অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যসচিবরা চলে যাওয়ার পরেই দেখা যায় খোয়া গিয়েছে, পরিচয় পণ্ডার মোবাইল ফোন। সেই সময় অনশন মঞ্চের আশপাশে প্রবল ভিড় ছিল। তাও কোণায় কোণায় খুঁজেও মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়নি।

ফোনটি উদ্ধার করে শনিবারে জুনিয়র ডাক্তার পরিচয়ের হাতে সেটি তুলে দেয় কলকাতা পুলিশ (Kolkata Police)। তাদের এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা। যে কলকাতা পুলিশের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা, সেই কলকাতা পুলিশের যে অভিযুক্তকে ধরে দিয়েছিল সিবিআই জানিয়েছে সেই মূল অভিযুক্ত। তাও গোঁসা কমেনি আন্দোলনকারীদের। এবার এক মাসের মধ্যে মোবাইল ফোন ফেরত পেয়েও এতটুকু ধন্যবাদ জানানোর সৌজন্যতা দেখাননি কেউ। তবে কলকাতা পুলিশের দক্ষতা নজর এড়াইনি নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় তারা কুর্নিশ জানিয়েছেন কলকাতা পুলিশকে। সেই পোস্ট নিজেদের পেজে শেয়ার করেছে লালবাজার।







Related articles

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...

খাস শিয়ালদহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ‘বাংলাদেশী-রোহিঙ্গা’ তকমা! মারধরের অভিযোগ

খাস কলকাতার (Kolkata) বুকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়াদের বাংলাদেশী ও রোহিঙ্গা বলে হেনস্থার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মহানগরজুড়ে।...
Exit mobile version