আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা, একজন নাগরিক হিসেবে নিজের মধ্যে বহন করেছি। উপরাষ্ট্রপতি (vice-president) পদের প্রার্থী হয়ে এমনটাই শপথ প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির (B Sudarshan Reddy)। আর সেই গণতান্ত্রিক দেশেরই উপরাষ্ট্রপতি পদে বৃহস্পতিবার মনোনয়ন পেশ (nomination file) করলেন বিরোধী জোটের প্রার্থী হিসাবে।
বুধবার মনোনয়ন পেশ করেছেন এনডিএ (NDA) জোট প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার কংগ্রেস, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, এনসিপি-সহ বিরোধীদলগুলির সাংসদদের পাশে নিয়ে মনোনয়ন পেশ করলেন জোট প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।
মনোনয়ন পেশের আগে উপরাষ্ট্রপতি (Vice-president of India) পদে জয় লাভে আশা প্রকাশ করেন বিরোধী জোট প্রার্থী। তাঁর প্রত্যাশা, যেহেতু তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন। ফলে তিনি সকলের সমর্থন পাবেন এমনটাই তাঁর প্রত্যাশা। এই লড়াই আদর্শের, দাবি করেন তিনি।
আরও পড়ুন: আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী
উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে তিনি দায়িত্বের কথা মনে করিয়ে বিবৃতিতে জানান, দেশের উপরাষ্ট্রপতি যিনি, তিনি রাজ্যসভার চেয়ারপার্সন। তাঁর দায়িত্ব সংসদীয় গণতন্ত্রের উচ্চপ্রথাকে রক্ষা করা। যদি এই পদে নির্বাচিত হই তবে নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা ও শালীনতার প্রতি দায়বদ্ধতার সঙ্গে নিজের কর্তব্য পালন করব। সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বদের উপর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এই পদপ্রার্থী হিসাবে তাকে মনোনীত করার জন্য।
–
–
–
–