Monday, August 25, 2025

আরজি কর-কাণ্ডে চার্জ গঠন সোমবার, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিচার শুরু সময়ের অপেক্ষা

Date:

ধৃত সিভিক ভলান্টিয়ারের বিচার শুরুর অপেক্ষা। আরজি কর-কাণ্ডে (rg Kar Case) চার্জ (Charges) গঠন হবে আজ সোমবার। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মামলা চলাকালীন আইনগত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে আজ শিয়ালদহ আদালত।

গত মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) প্রথম চার্জশিট জমা দেয়। যেখানে মূল অভিযুক্ত হিসেবে ওই সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় সিবিআই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নামও অন্তর্ভুক্ত করেছে।
মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ৮৭ দিন পর, সোমবার সেই মামলায় চার্জ গঠন হবে শিয়ালদহ আদালতে। তা সম্পন্ন হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। প্রসঙ্গত , গত ৯ অগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে গ্রেফতার হন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশে পরে আরজি কর-কাণ্ডের তদন্তভার পায় সিবিআই। আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার ৫৮ দিন পর গত ৭ অক্টোবর সিবিআই চার্জশিট জমা দিয়েছিল।

সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে যা ধর্ষণ ও খুনের ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে স্পষ্ট। সংগৃহীত সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে মোট ১১টি প্রমাণ সিবিআই উপস্থাপন করেছে।








Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version