Saturday, November 8, 2025

কালী পুজো পেরিয়ে গিয়েছে, নভেম্বর মাস চলছে। তবুও শীতের দেখা নেই। গরমে অস্বস্তিতে বঙ্গবাসী।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও বেলা বাড়লেই ফিরছে অস্বস্তি। উত্তরেও ঠান্ডার আমেজ নেই।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কবে আসবে শীতকাল? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাই শীতকাল কবে আসবে, এখনই স্পষ্ট নয়।

চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী মঙ্গল এবং বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এই জেলাগুলির দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে সোমবার হালকা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলা শুষ্কই থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version