Tuesday, August 26, 2025

আরজি কর-কাণ্ডে চার্জ গঠন সোমবার, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিচার শুরু সময়ের অপেক্ষা

Date:

ধৃত সিভিক ভলান্টিয়ারের বিচার শুরুর অপেক্ষা। আরজি কর-কাণ্ডে (rg Kar Case) চার্জ (Charges) গঠন হবে আজ সোমবার। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মামলা চলাকালীন আইনগত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে আজ শিয়ালদহ আদালত।

গত মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) প্রথম চার্জশিট জমা দেয়। যেখানে মূল অভিযুক্ত হিসেবে ওই সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় সিবিআই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নামও অন্তর্ভুক্ত করেছে।
মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ৮৭ দিন পর, সোমবার সেই মামলায় চার্জ গঠন হবে শিয়ালদহ আদালতে। তা সম্পন্ন হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। প্রসঙ্গত , গত ৯ অগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে গ্রেফতার হন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশে পরে আরজি কর-কাণ্ডের তদন্তভার পায় সিবিআই। আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার ৫৮ দিন পর গত ৭ অক্টোবর সিবিআই চার্জশিট জমা দিয়েছিল।

সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে যা ধর্ষণ ও খুনের ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে স্পষ্ট। সংগৃহীত সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে মোট ১১টি প্রমাণ সিবিআই উপস্থাপন করেছে।








Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version