Tuesday, December 16, 2025

উপনির্বাচনের দিন বদল, পিছিয়ে গেল কেরালা, পঞ্জাব, উত্তরপ্রদেশে ভোট

Date:

তিন রাজ্যে উৎসবের জেরে বদলে গেল উপনির্বাচনের (By-election) দিন। ১৩ নভেম্বর দেশের ৪৮ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে উত্তরপ্রদেশ (Uttarpradesh), পঞ্জাব (Punjab) ও কেরালার (Kerala) উপনির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, উৎসবের আবহে ভোটদানের হার কমে যাওয়ার আশঙ্কায়। সেক্ষেত্রে এই কেন্দ্রগুলিতে নির্বাচন হবে ২০ নভেম্বর।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গে ১৫ রাজ্যের উপনির্বাচনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। সেই সঙ্গে দুটি কেন্দ্রের লোকসভার উপনির্বানেরও ঘোষণা হয়। এর মধ্যে উত্তরপ্রদেশের ৯ কেন্দ্রে, পঞ্জাবের ৪ কেন্দ্রে ও কেরালার একটি কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা ছিল। লোকসভা নির্বাচনে যে সব বিধায়করা জয়ী হয়েছেন, সেই কেন্দ্রগুলির উপনির্বাচন ছিল ১৩ নভেম্বর। তবে কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখ করা হয় ওই সময় পালাক্কাড় কেন্দ্রের মানুষ কালপথি রাশথোলসভম (Kalpathi Rastholsavam) উৎসবে মেতে থাকবেন। বিজেপি, বিএসপির পক্ষ থেকে দাবি করা হয় ওই সময় উত্তরপ্রদেশে কার্তিক পূর্ণিমা (Kartik Purnima) নিয়ে উৎসব চলবে। সেই সঙ্গে আপ ও কংগ্রেস দাবি করে গুরু নানক জন্মোৎসবের (Guru Nanak Birthday) কারণে পঞ্জাবে উৎসবের পরিবেশে ওই সময় ভোটদান কম হতে পারে।

রাজনৈতিক দলগুলির বক্তব্যকে মান্যতা দিয়ে নির্বাচনের দিন পিছিয়ে ২০ নভেম্বর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ECI)। তবে বিরোধীদের প্রশ্ন কেন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে আগেই এই দিন নির্ধারণ করা হয়নি। এই ১৪ কেন্দ্রের ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version