প্রয়াত মিঠুনের প্রথম স্ত্রী হেলেনা লিউক, কেমন ছিল রসায়ন

প্রয়াত অভিনেত্রী-নৃত্যশিল্পী হেলেনা লিউক (Helena Luke)। বলিউডে তাঁর পরিচয় তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) প্রথম স্ত্রী। রবিবার, আমেরিকায় মৃত্যু হয় তাঁর। সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানান নৃত্যশিল্পী-অভিনেত্রী কল্পনা আইয়ার।
মমতা শঙ্করের (Mamata Shankar) সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু সেই বিয়ে হয়নি। ১৯৭৮-এর ফেব্রুয়ারিতে চন্দ্রোদয় ঘোষকে বিয়ে করেন মমতা। আর তার এক বছর পরে হেলেনা লিউক (Helena Luke) বিয়ে করেন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন। সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র ৪ মাস। ১৯৭৯ সালেই হেলেনা বিয়ে আর ডিভোর্স করেন মিঠুন। সেই বছরই ফের যোগিতা বালিকে বিয়ে করেন তিনি।

আরও খবর: শব্দবাজি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! রেহাই নেই সাধারণ মানুষের

১৯৮৫ সালের অমিতাভ বচ্চনের সঙ্গে মর্দ-এ অভিনয় করেছিলেন হেলেনা। মিঠুনের সঙ্গে ৪ মাসে বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না তাঁর। অন্তত এমনটাই একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানান হেলেনা। তাঁর অভিযোগ ছিল, যাঁকে ভালবেসে তিনি বিয়ে করেছিলেন, সেই মিঠুন নিজেকে ছাড়া কাউকে ভালবাসতেন না। সন্দেহ করতেন স্ত্রীকে। হেলেনার অভিযোগ ছিলেন, মিঠুন তাঁর আড়ালে অন্য সম্পর্কে ছিলেন। আর সেই কারণে স্ত্রীকেও একই রকম ভাবতেন। বেশ কিছু বছর আগে একবার মিঠুন-হেলেনার সম্পর্ক জোড়া লাগার কথা রটে। সেই জল্পনা ফুৎকারে উড়িয়ে মহাগুরুর প্রথম স্ত্রী সাফ জানিয়ে দেন, “আমি ওর কাছে কখনওই ফিরে যাব না। আশেপাশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ হয়, তাহলেও নয়। আমি খোরপোশও চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আর তা শেষ হয়ে গিয়েছে।“

রবিবার সকাল সাড়ে নটায় ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন হেলেনা। লিখেছিলেন, “অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ। কেন এরকম হচ্ছে, কোনও ধারণাই নেই।“ কীভাবে মৃত্যু হয়েছে তাঁর, তা এখনও জানা যায়নি। তবে, এই বিষয় নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও শব্দ খরচ, এমনকী শোকজ্ঞাপনও করেননি ‘ফাটাকেষ্ট’।