Friday, August 29, 2025

“আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে”- সোমবার, শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে দাবি করল আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রাই (Sanjay Rai)। ঘটনার ৮৭ দিন পরে সোমবার আদালতে চার্জ গঠন হয়। কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র।
এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে (Prison Van) উঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় বলে, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম।” একই তার অভিযোগ, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”

এদিন দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদহ আদালতে আনা হয় আর জি করের ধর্ষণ-খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয়কে (Sanjay Rai)। দুপুর ২টো নাগাদ মামলা শুরু হলে বিচারকের সামনেও নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযু্ক্ত সিভিক ভলেন্টিয়র। পরে বেরিয়ে সে দাবি করে, “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে”।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বাম জমানাতে হেতাল পারেখ ধর্ষণ-খুনের মামলায় দোষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বলেন, এটা অনার কিলিং-এর ঘটনা। বড় মাথাকে আড়াল করতে গরিব বলে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁর বয়ান নয়, সেই সময়কার তথ্য-প্রমাণ থেকে দোষী সাব্যস্ত করে তাঁকে ফাঁসি দেওয়া হয়। কুণালের কথায়, এখন সঞ্জয় রাইয়ের কথা অনুযায়ী তদন্তের গতিপথ নির্ধারণ হলে, সিপিএম আমলের ধনঞ্জয় মামলাও দেখতে হবে।







Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version