Sunday, November 9, 2025

মারধরের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন যাত্রাশিল্পীরা

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের খেজুরির এই ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। এবার এই নিন্দনীয় ঘটনায় সরব হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন যাত্রা শিল্পীরা। ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে যাত্রা অ্যাকাদেমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিয়েছেন।

এই প্রসঙ্গে যাত্রা শিল্পী মিতালী দাস জানান, এইরকম নিন্দনীয় ঘটনার প্রতিবাদে মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এই নিয়ে আমরা যতদূর যাওয়ার যাব। কলকাতা কর্মী উন্নয়নের সেক্রেটারি হারাধন রায় বলেন, রাজ্য সরকার যাত্রা শিল্পীদের জন্য যা উন্নয়ন করেছে তা মুখে বলে প্রকাশ করা যাবে না। কিন্তু বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি যেভাবে যাত্রা শিল্পীদের ওপর আক্রমণ করল তাতে এই ঘটনার তীব্র নিন্দা করছি। এ বিষয়ে আমরা মন্ত্রী অরূপ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অভিযুক্তরা যাতে যথাযথ শাস্তি পায় সেই আবেদন করব। পশ্চিমবঙ্গ যাত্রা এক্সিকিউটিভ কমিটির সদস্য তাপস দাস বলেন, শনিবার রাতে যাত্রা শেষ হওয়ার পর মঞ্চে যখন শেষ গান চলছে ঠিক তখনই কয়েকজন মিলে অশ্রাব্য গালিগালাজ করতে করতে স্টেজে উঠে আসেন। বিষয়টি তখন এর মত মিটমাট করে তাদের নামিয়ে দেওয়া হলেও পরে যাত্রা শিল্পীরা যখন বাড়ি ফিরছিল তখন তাদের গাড়ি থামিয়ে মারধর করা হয়। এই ঘটনা নিন্দনীয়। এর প্রতিবাদের আগুন জেলায় জেলায় ছড়িয়ে পড়বে । দোষীদের শাস্তির জন্য যতদূর যাওয়া প্রয়োজন আমরা যাব। বিজেপির এই অপসংস্কৃতি কিছুতেই বরদাস্ত করা হবে না। শিল্পীদের তোলা ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা যায় তিন নেতা রীতিমতো শিল্পীদের গায়ে হাত তোলেন। ভিডিও করা হলে সেই মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। শিল্পীরা অভিযোগ করেন, খেজুরি-২ মণ্ডল বিজেপি সভাপতি সন্দীপ দাস, বিজেপি যুব নেতা প্রীতম হাজরা ও বিজেপি নেতা সন্দীপ বেরা নামে তিন নেতা হঠাৎ এই হামলার ঘটনা ঘটিয়েছিল। মারধর করা হয় অভিনেতা অরূপ বন্দ্যোপাধ্যায়কে। মহিলা শিল্পী তিস্তার গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় তাদের মোবাইলও। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি অরূপ দাস জানান, এটাই বিজেপির চরিত্র। ওদের কাছে কেউ নিরাপদ নয়। মানুষ বুঝতে পারছে বিজেপির আচ্ছে দিনের পরিনাম। তাই দিকে দিকে নির্বাচনে বিজেপির ওপর বিপর্যয় নেমে পড়ছে।পুলিশ যেভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে ও শিল্পীদের এলাকা থেকে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করে তাতে ধন্যবাদ জানান যাত্রাদলের শিল্পীরা।

আরও পড়ুন- চেয়ারম্যান একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন! স্পিকারকে চিঠি দিয়ে জেপিসি ত্যাগের ইঙ্গিত বিরোধীদের

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...