Thursday, August 28, 2025

মদতদাতা ISI! বাংলার ৭ জেলায় জঙ্গি নেটওয়ার্কের ছক JMB-র, সর্তক কেন্দ্র-রাজ্য গোয়েন্দারা

Date:

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্ক তৈরির প্রস্তুতি নিচ্ছে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ। আইএসআইয়ের মদতে বাংলাদেশে শক্তি বাড়ানোর পাশাপাশি এরাজ্যের বেশ কিছু জেলাকে টার্গেট করেছে তারা। প্রথমে তিনটি জেলা- মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে নতুন জঙ্গি মডিউল তৈরির ছক করছে ISI ও JMB। এর পরে তাদের টার্গেট বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শক্তি বৃদ্ধি করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তাদের আধিকারিকরা নিজেরা ও এজেন্ট মারফৎ নিয়মিত জামাত-উল-মুজাহিদিনের মতো বাংলাদেশের (Bangladesh) জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। খাগড়াগড়ে বিস্ফোরণের সময় থেকেই গোয়েন্দাদের নজর বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির উপর। সেই সময়কার বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে কলকাতা ও রাজ্যব পুলিশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু জঙ্গিকে গ্রেফতার করে। দুদেশে যৌথ উদ্যোগে জেএমবি-র কার্যকলাপের উপর রাশ টানা হয়। যদিও জেএমবির মূল মাথা সালাউদ্দিন সালেহিন ধরা যায়নি।

আর খবর: ভীমসেনা প্রধান সতপালকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই জেএমবির সঙ্গে পাক চর সংস্থা আইএসআই নতুন করে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যেই জেএমবির কয়েকজন নেতার সঙ্গে রাজশাহী-সহ কয়েকটি জেলার বৈঠক হয়েছে আইএসআই এজেন্ট ও আধিকারিকদের। আইএসআই আর্থিকভাবেও জেএমবি নেতৃত্বকে মদত দিচ্ছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলাতেও সন্ত্রাস ছড়ানো ও জঙ্গি মডিউল তৈরির চেষ্টা করছে জেএমবি। এবিষয়ে রাজ্যি ও কলকাতা (Kolkata) পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই বিষয়ে জঙ্গিদের প্রধান টার্গেট মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর। তার পরে বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় নেটওয়ার্ক তৈরির ষড়যন্ত্র করছে জেএমবি। সতর্কবার্তা পাওয়ার পরে কলকাতা-সহ সারা রাজ্যেত নতুন করে নজরদারি শুরু করেছেন এসটিএফের গোয়েন্দারা। এছাড়াও নজরদারি শুরু করেছে রাজ্য৪ পুলিশের গোয়েন্দা দফতরও।







Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version