Monday, May 5, 2025

নয়া উদ্যোগ! এবার ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দেবে রাজ্য

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দিতে উদ্যোগী হয়েছে। মোট ২ লক্ষ মশারি কেনার জন্য ৫ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১৩ হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা, বস্তি সহ ডেঙ্গিপ্রবণ এলকাগুলিতে সংক্রমণের হার কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

অন্যদিকে, শনিবার রাতে পুর দফতরের পক্ষ থেকে রাজ্যের সব পুরসভা এবং পুরনিগমকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি সূত্রে খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাজিতে ব্যবহৃত মাটির খোল দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকলে ডেঙ্গি সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই মাটির খোলে জল জমলে তাতে মশার লার্ভা জন্মাবে।

সুতরাং, দ্রুততার সঙ্গে শহর থেকে বাজির যাবতীয় বর্জ্য অবিলম্বে সরাতে হবে। এর মধ্যে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। কারণ, রাজ্যের মধ্যে কলকাতাতেই বাজি ফাটানোর বহর সবচেয়ে বেশি। বাজির খোল জলের সঙ্গে সহজে মেশে না। নিকাশির মুখে আটকে থেকে যায়। এমনিতেই কলকাতায় জল জমার সমস্যা বেশি। তাই এই বর্জ্যগুলি তাড়াতাড়ি সরানো প্রয়োজন বলে পরিবেশবিদদের দাবু।

কলকাতায় মূলত কসবা, বেলেঘাটা, নিউ আলিপুর, ভবানীপুর, বেহালা, যাদবপুর, কালীঘাট, বালিগঞ্জ এবং ভবানীপুর এলাকায় সবচেয়ে বেশি পরিমাণে বাজি ফেটেছে বলে অভিযোগ।আবার, বিধাননগর পুরনিগম এলাকার মধ্যে মূলত সল্টলেকের এফডি, বিডি, একে, এজে, চিনার পার্ক, বাঙুর, লেকটাউন, কালিন্দীতে বাজি ফেটেছে সবচেয়ে বেশি।

spot_img
spot_img

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...