আলোর উৎসবের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা খড়দহ থানার অন্তর্গত বাবাজি গঙ্গার ঘাটে। বাজি ফাটাতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেল দুই যুবক। রাত ১০ টা নাগাদ উদ্ধার করা হয় দেহ দুটি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যের পর বাবাজি গঙ্গার ঘাটে বাজি ফাটাতে গিয়েছিল সমৃদ্ধ বন্দ্যোপাধ্যায় ও দেবজিৎ মুখোপাধ্যায়। তখনই অসাবধানবশত গঙ্গায় তলিয়ে যায় দুজনই। স্থানীয়রা দেখতে পেয়েই উদ্ধারে হাত লাগায় কিন্তু তাতেও রক্ষা হয়নি। ডুবুরি নামিয়ে রাত দশটা নাগাদ উদ্ধার হয় দুই কলেজ পড়ুয়ার দেহ। খড়দহ শহর যুব তৃণমূল সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, বাজি ফাটানোর সময় গঙ্গায় ভাঁটা থাকায় চার বন্ধুরই পা পলিতে আটকে যায়। দুজন কোনওরকমে উঠতে পারলেও সমৃদ্ধ ও দেবজিৎ গঙ্গায় তলিয়ে যায়।

আরও পড়ুন- পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে ফাটল! অজানা আশঙ্কায় ভক্তরা