Wednesday, August 20, 2025

ভাঙা রেকর্ডে কাজ হবে না, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক জন বার্লা

Date:

অস্বস্তি বাড়ল বিজেপির (BJP), বেসুরো বার্লা। মাদারিহাট উপনির্বাচনের আগে নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লা (John Barla)। বিজেপি নেতৃত্বের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন গেরুয়া সাংসদ। নাম না করলেই মনোজ টিগ্গাকে (Manoj Tigga) নিশানা করলেন তিনি। বার্লা বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে একই কথা বারবার বলে চলেছে বিজেপি অথচ কাজের বেলায় চা বাগানের উন্নয়নের কোনও ভূমিকা নিচ্ছে না তাঁর দল, তা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠতে পারে। পাশাপাশি নিজের দলের নেতৃত্বের বিরোধিতা করে পদ্মশিবিরে ভাঙ্গনের ইঙ্গিত দিয়েছেন তিনি! আগামী ১৩ নভেম্বর মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন (Madarihat by election)। তার আগে প্রচার থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র বিজেপির দখলে ছিল। কিন্তু প্রাক্তন মন্ত্রীর বেসুরো মন্তব্যে বেশ কিছুটা ব্যাকফুটে ভারতীয় জনতা পার্টি।

আলিপুরদুয়ারে (Alipurduar) জন বার্লা বনাম মনোজ টিগ্গা দণ্ড ঘিরে অতীতে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। এবারেও সেই একই ছবি। মনোজ সর্বত্র ছড়ি ঘোরান, কারও সঙ্গে আলোচনা করেন না, একনায়কতন্ত্র কায়েম করে রেখেছেন – এরকমই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখে বিজেপিতে বড়সড় ভাঙনের আশঙ্কা।জন বার্লা নাম না করে মনোজ টিজ্ঞার উদ্দেশে বলেন, “এখানে ওয়ান আর্মি হিসাবে সব কিছু চলছে। কারোর সঙ্গে কোনও কথা না বলে। মাদারিহাটের উপ-নির্বাচনে আমার দুদিকে দুই ভাই, একদিকে গোর্খা একদিকে আদিবাসী। আমি ময়দানে নামলে গোর্খা আদিবাসী রাগ করবে।ওয়ান ম্যান আর্মি’ হিসাবে কেউ যদি জেলা চালায় তাহলে কি চলবে? তাই ওয়ান ম্যান এর জন্য কোনও লিডারশিপ নামছে না এইভাবে তো চলবে না,আপনারা বুঝবেন কাকে বলছি, এখন আমাকে ছাড়া জিতলে ভালো, চা বাগানের মানুষকে নিয়ে না চললে কেন বিশ্বাস করবে?” গোটা বিষয়টি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) জানিয়েছেন বলেও মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই পরিস্থিতিতে জন বার্লার ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও জেলার মুখপাত্র দুলাল দেবনাথের বৈঠকের পরেই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই জনের ফুলবদলের জল্পনা বাড়ছে।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version