Tuesday, November 25, 2025

সুপ্রিম কোর্টে পিছল আর জি কর মামলা, মঙ্গলের বদলে বুধবার সকালে প্রথমে শুনানি

Date:

Share post:

নির্ধারিত থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ত থাকায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হল না আর জি কর মামলার শুনানি। এই শুনানি বুধবার সকালে প্রথম মামলা হিসেবে তালিকাভুক্ত করে শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur)। এদিন রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের (Supreme Court) সব বিচারপতি ব্যস্ত থাকবেন। সেই কারণেই পিছল শুনানি।
আর জি কর-কাণ্ডের সিবিআই তদন্তের তত্ত্বাবধান মামলায় ১৫ অক্টোবর শুনানিতে সুপ্রিম কোর্ট ৫ নভেম্বর ৩টের সময় শুনানির নির্দেশ দেয়। সেই মতো এদিন ২১ নম্বর মামলা হিসেবে এটি তালিকাভুক্ত হয়। সাড়ে ৩টে নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ওঠার কথা ছিল। কিন্তু এদিন সকাল থেকে প্রধান বিচারপতির বেঞ্চে উত্তরপ্রদেশে মাদ্রাসা, বিচারপতিদের বেতন ও পেনশন নিয়েও শুনানি হয়। বিচারপতিদের বেতন ও পেনশন সংক্রান্ত মামলার শুনানি দীর্ঘক্ষণ চলে। সাড়ে তিনটের পরে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এখনও ২১ নম্বরে থাকা আর জি কর শুনানি বাকি রয়েছে। এদিন হয়ত আদালত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে যেন অন্য তারিখ দেওয়া হয়।

উত্তরে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, আজ আদালত আগে উঠে যেতে পারে। মামলায় শুনানি করতে সময় লাগবে। কিন্তু আজ রাষ্ট্রপতিভবনে যেতে হবে তাঁকে। সেই কারণে বুধবার মামলার শুনানি করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় কোর্ট বসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথমে আর জি কর মামলার শুনানি হবে। তখনই তদন্ত নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবে CBI। হলফনামা জমা দেবে রাজ্যও।







spot_img

Related articles

টেস্টে গুরু গম্ভীরকে নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে, বিকল্প হতে পারেন কারা?

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে হারের পর গুয়াহাটিতেও প্রবল চাপের মুখে ভারত। শুধু বিদেশের মাঠে নয় গৌতম...

মমতার একের পর এক পত্রাঘাত! তৃণমূল সুপ্রিমোর ঠিকানায় জবাবি চিঠি নির্বাচন কমিশনের

SIR নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস...

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার মমতার

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব- বনগাঁয় SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর...