শীর্ষ আদালতে আজ আরজি কর মামলার শুনানি, নজর সিবিআই রিপোর্টের দিকে

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ – খুনের মামলায় আজ সুপ্রিম শুনানি(Supreme Court)। তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআই-কে (CBI)। দুপুর দুটোর পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনবে। সোমবার আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানির পাশাপাশি শিয়ালদহ কোর্টে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মঙ্গলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud)নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের দিকে নজর থাকবে।

গত শুনানিতে সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। আজ হলফনামা আকারে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। এর পাশাপাশি ঘটনার ৮৮ দিন পরে তদন্তের অগ্রগতি নিয়ে নতুন কোন তথ্য সুপ্রিম কোর্টে জানাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী, তাও জানা যাবে আজকে শুনানিতে।