Monday, November 3, 2025

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পথে ট্রাম্প, অভিনন্দন মোদি-স্টার্মার-নেতানিয়াহুর

Date:

দ্বিতীয়বার মার্কিন রাষ্ট্রপতি হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার নির্বাচনের দিকে গত কয়েকমাস ধরে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। মধ্য-প্রাচ্য থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যেভাবে বারবার আমেরিকার মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেভাবেই নির্বাচনের ফলাফলের পরে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তৎপর বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা। ২০২৪ রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2024) মতো হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন দেখেনি। সেই ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই রাষ্ট্রনেতাদের অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ঐতিহাসিক নির্বাচনে জয়ে বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আগের মেয়াদকালে যেভাবে সাফল্য রচনা করেছিলেন, সেভাবে আমি তাকিয়ে রয়েছি ব্যাপক আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বে ইন্দো-মার্কিন (India-US) সহযোগিতাগুলিকে পুণর্নবিকরণের দিকে। আসুন একসঙ্গে আমরা আমাদের নাগরিকদের উন্নয়নে ও বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিশ্চয়তায় কাজ করি।”


মধ্য-প্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ক্ষমতায় না থাকলেও ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) যোগাযোগ রেখেছিলেন ট্রাম্পের সঙ্গে। নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পরপরই তাঁকে অভিনন্দন জানান নেতানিয়াহু। তিনি বলেন, “হোয়াইট হাউসে আপনার ফিরে আসা আমেরিকার নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আমেরিকার সঙ্গে ইজরায়েলের পারস্পরিক সম্পর্কের অঙ্গীকারগুলিকে শক্তিশালী করবে।”


অন্যদিকে বরাবর আমেরিকার থেকে সাহায্য পেয়ে আসা ইউক্রেনও (Ukraine) সম্পর্ক নিশ্চিত করতে মাঠে নেমেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পুঁজি খরচের বিরোধিতা করেছিল ট্রাম্পের রিপাবলিকান পার্টি। তারপরে তিনিই ক্ষমতায় আসায় সম্পর্ক মেরামতিতে ব্যস্ত রাষ্ট্রপতি ভলোদাইমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তিনি সেপ্টেম্বরের পুরোনো বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন ট্রাম্পকে। সেই সঙ্গে শান্তিপ্রতিষ্ঠায় আমেরিকার সঙ্গে ইউক্রেনের যে চুক্তি হয়েছিল সেই কথা স্মরণ করিয়ে রাশিয়ার আগ্রাসী নীতিকে থামানোর কথা জানান।

বারবার বিশ্ব অশান্তির পরিস্থিতিতে আমেরিকার পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স সাম্প্রতিক অতীতে। সেখানে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার শেষ পর্যায়ে তাই নবনির্বাচিত রাষ্ট্রপতি ট্রাম্পকে অভিনন্দন জানাতে এতটুকুও দেরি করেননি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer) ও ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাঁক্রো (Emmanuel Macron)। দুই দেশের রাষ্ট্রনায়করাই নিজেদের দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে বিশ্বাশান্তি প্রতিষ্ঠায় কাজ করার কথা স্মরণ করিয়ে দেন ট্রাম্পকে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version