Monday, August 25, 2025

বুধবারেও শীর্ষ আদালতে হল না আর জি কর (R G Kar Meadical College And Hospital) মামলার শুনানি। কথা থাকলেও এদিন সকালেই জানানো হয় শুনানি হবে দুপুর তিনটেয়। কিন্তু এর পরে জানা যায়, বুধবার নয়, মামলা উঠবে বৃহস্পতিবার দুপুর দুটোয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandachur) ডিভিশন বেঞ্চে।

আর জি কর-কাণ্ডের CBI তদন্তের তত্ত্বাবধান মামলায় ১৫ অক্টোবর শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৫ নভেম্বর ৩টের সময় শুনানির নির্দেশ দেয়। সেই মতো এদিন ২১ নম্বর মামলা হিসেবে এটি তালিকাভুক্ত হয়। সাড়ে ৩টে নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ওঠার কথা ছিল। কিন্তু নির্ধারিত থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ত থাকায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হয়নি আর জি কর মামলার শুনানি। এই শুনানি বুধবার সকালে প্রথম মামলা হিসেবে তালিকাভুক্ত করে শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সব বিচারপতি ব্যস্ত থাকবেন। সেই কারণেই শুনানি পিছয়। বুধবার সকালে মামলা ওঠার কথা ছিল। পরে জানানো হয় মামলাটি পিছিয়ে বেলা ৩টেয় উঠবে। কিন্তু বিকেল ৪টে নাগাদ মামলাটি না শুনেই বেঞ্চ উঠে যায়। নির্দিষ্ট সময় পিছিয়ে যাওয়ার প্রধান বিচারপতি জানান, এদিন আর শুনানি হবে না। সন্ধেয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে হবে। সেই করাণে বৃহস্পতিবার মামলাটি শুনবেন তিনি।

এদিন শুনানি হচ্ছে না শুনে আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান রাজ্য সরকারের তরফের আইনজীবী কপিল সিব্বল। এই সংক্রান্ত জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। প্রধান অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তবে যদি কোনও ষড়যন্ত্র থাকে তবে অভিযোগগুলি পুনর্নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া স্থগিত করার আর্জি জানান তিনি। কিন্তু এদিন মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। এতে বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানির আর্জি জানান সিব্বল। এর পরেই আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, নিজেদের মধ্যে আলোচনা করে আইনজীবীরা কোর্টকে জানান, আগামীকাল কখন শুনানি হবে। কপিল সিব্বল ও তুষার মেহতার সঙ্গে আলোচনার পরে দুপুর ২টোয় শুনানি হবে বলে জানান প্রধান  বিচারপতি।

সুপ্রিম কোর্টে বুধবার আরজি কর মামলার তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। বৃহস্পতিবার সেই তদন্ত নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবে CBI। হলফনামা জমা দেবে রাজ্যও।







Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version