কলকাতা পুলিশের তৎপরতা, সাইবার প্রতারণার টাকা ফেরৎ পেলেন প্রতারিত

সাইবার প্রতারণায় ৩ লক্ষ ৯২ হাজার টাকা খুইয়েছিলেন দক্ষিণ কলকাতার বাসিন্দা রোহিত দাস। এরপরেই কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তি। অভিযোগ দায়ের হতেই ১ লক্ষ টাকা ফেরত পান তিনি। এমনকী সেই অ্যাকাউন্টটিও সিল করা হয়েছে। এরপরেই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মেল-মারফত। নেতাজি নগর থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় কোনারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- জীবদ্দশায় এক রোগীর একবারই রেজিস্ট্রেশন ফিজ, জানাল হেল্থ রেগুলেটারি কমিশন