Tuesday, November 4, 2025

কালীপুজো-ভাইফোঁটার পরে ছটপুজো নিয়েও গান লিখলেন মমতা, বাজবে গঙ্গার ঘাটে

Date:

Share post:

দুর্গাপুজো-কালীপুজোর পরে এবার ছটপুজো নিয়েও গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পোস্তায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছটপুজো উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। দেন সাবধানতার সঙ্গে ছট পালনের বার্তা।

কালীপুজোর আগে তাঁর কথায় ও সুরে প্রকাশিত হয়েছিল শ্যামাসঙ্গীত। সেই গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছুঁয়ে ফেলেছিলেন দেড়শো গান লেখা ও সুর দেওয়ার মাইলস্টোন। ভাতৃদ্বিতীয়ার আগের দিন নিজের ফেসবুক পেজে সবাইকে ভাতৃদ্বিতৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি গান পোস্ট করেন। সেটারও কথা ও সুর স্বয়ং মুখ্যমন্ত্রীর। এবার ছটের জন্যেও গান লিখেছেন তিনি। এদিন তিনি বলেন, “জগদ্ধাত্রী হলেন জগতের মা। মায়ের একাধিক রূপ। কালই ছট পুজো আছে। আমাদের এখানে ছট পুজোয় সরকার দু’দিন ছুটি দেয়। আপনারা আস্তে আস্তে ঘাটে যাবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ জলে পুজো হয়। তাই সাবধানতা বজায় রাখবেন। আমি ছটপুজো উপলক্ষে গান করেছি। তাতে ভুল হলেন আমি ক্ষমাপ্রার্থী। বৃহস্পতিবার ঘাটে পুলিশ সেই গান চালাবে।”

নিজে গান লেখেন, সুরও দেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অন্য চমক। দুর্গাপুজোর পরে কালীপুজোতেও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” মমতার (Mamata Banerjee) কথায় ও সুরে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। অ্যালবামের গান এবং সরকারি প্রকল্পের গান লেখা ও সুর দেওয়া সবমিলিয়ে দেড়শো ছুঁল মুখ্যমন্ত্রীর সৃষ্টি। কালীপুজোর পরে ভাইফোঁটা। সেটাতেও মমতার লেখা কথায় ও সুরে গান প্রকাশ করলেন মমতা। সকলকে জানালেন ভাইফোঁটার শুভেচ্ছা। এবার ছটপুজোর ঘাটেও বাজবে মুখ্যমন্ত্রীর লেখা গান।







spot_img

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...