Tuesday, May 20, 2025

কালীপুজো-ভাইফোঁটার পরে ছটপুজো নিয়েও গান লিখলেন মমতা, বাজবে গঙ্গার ঘাটে

Date:

Share post:

দুর্গাপুজো-কালীপুজোর পরে এবার ছটপুজো নিয়েও গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পোস্তায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছটপুজো উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। দেন সাবধানতার সঙ্গে ছট পালনের বার্তা।

কালীপুজোর আগে তাঁর কথায় ও সুরে প্রকাশিত হয়েছিল শ্যামাসঙ্গীত। সেই গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছুঁয়ে ফেলেছিলেন দেড়শো গান লেখা ও সুর দেওয়ার মাইলস্টোন। ভাতৃদ্বিতীয়ার আগের দিন নিজের ফেসবুক পেজে সবাইকে ভাতৃদ্বিতৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি গান পোস্ট করেন। সেটারও কথা ও সুর স্বয়ং মুখ্যমন্ত্রীর। এবার ছটের জন্যেও গান লিখেছেন তিনি। এদিন তিনি বলেন, “জগদ্ধাত্রী হলেন জগতের মা। মায়ের একাধিক রূপ। কালই ছট পুজো আছে। আমাদের এখানে ছট পুজোয় সরকার দু’দিন ছুটি দেয়। আপনারা আস্তে আস্তে ঘাটে যাবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ জলে পুজো হয়। তাই সাবধানতা বজায় রাখবেন। আমি ছটপুজো উপলক্ষে গান করেছি। তাতে ভুল হলেন আমি ক্ষমাপ্রার্থী। বৃহস্পতিবার ঘাটে পুলিশ সেই গান চালাবে।”

নিজে গান লেখেন, সুরও দেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অন্য চমক। দুর্গাপুজোর পরে কালীপুজোতেও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” মমতার (Mamata Banerjee) কথায় ও সুরে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। অ্যালবামের গান এবং সরকারি প্রকল্পের গান লেখা ও সুর দেওয়া সবমিলিয়ে দেড়শো ছুঁল মুখ্যমন্ত্রীর সৃষ্টি। কালীপুজোর পরে ভাইফোঁটা। সেটাতেও মমতার লেখা কথায় ও সুরে গান প্রকাশ করলেন মমতা। সকলকে জানালেন ভাইফোঁটার শুভেচ্ছা। এবার ছটপুজোর ঘাটেও বাজবে মুখ্যমন্ত্রীর লেখা গান।







spot_img

Related articles

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...