Sunday, August 24, 2025

কালীপুজো-ভাইফোঁটার পরে ছটপুজো নিয়েও গান লিখলেন মমতা, বাজবে গঙ্গার ঘাটে

Date:

দুর্গাপুজো-কালীপুজোর পরে এবার ছটপুজো নিয়েও গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পোস্তায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছটপুজো উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। দেন সাবধানতার সঙ্গে ছট পালনের বার্তা।

কালীপুজোর আগে তাঁর কথায় ও সুরে প্রকাশিত হয়েছিল শ্যামাসঙ্গীত। সেই গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছুঁয়ে ফেলেছিলেন দেড়শো গান লেখা ও সুর দেওয়ার মাইলস্টোন। ভাতৃদ্বিতীয়ার আগের দিন নিজের ফেসবুক পেজে সবাইকে ভাতৃদ্বিতৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি গান পোস্ট করেন। সেটারও কথা ও সুর স্বয়ং মুখ্যমন্ত্রীর। এবার ছটের জন্যেও গান লিখেছেন তিনি। এদিন তিনি বলেন, “জগদ্ধাত্রী হলেন জগতের মা। মায়ের একাধিক রূপ। কালই ছট পুজো আছে। আমাদের এখানে ছট পুজোয় সরকার দু’দিন ছুটি দেয়। আপনারা আস্তে আস্তে ঘাটে যাবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ জলে পুজো হয়। তাই সাবধানতা বজায় রাখবেন। আমি ছটপুজো উপলক্ষে গান করেছি। তাতে ভুল হলেন আমি ক্ষমাপ্রার্থী। বৃহস্পতিবার ঘাটে পুলিশ সেই গান চালাবে।”

নিজে গান লেখেন, সুরও দেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অন্য চমক। দুর্গাপুজোর পরে কালীপুজোতেও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” মমতার (Mamata Banerjee) কথায় ও সুরে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। অ্যালবামের গান এবং সরকারি প্রকল্পের গান লেখা ও সুর দেওয়া সবমিলিয়ে দেড়শো ছুঁল মুখ্যমন্ত্রীর সৃষ্টি। কালীপুজোর পরে ভাইফোঁটা। সেটাতেও মমতার লেখা কথায় ও সুরে গান প্রকাশ করলেন মমতা। সকলকে জানালেন ভাইফোঁটার শুভেচ্ছা। এবার ছটপুজোর ঘাটেও বাজবে মুখ্যমন্ত্রীর লেখা গান।







Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version