ছেলের মৃত্যুর বদলা! যোগীরাজ্যে প্রধানশিক্ষককে প্রকাশ্যে গুলির নিদান মায়ের

বেসরকারি স্কুলটির এক ছাত্র ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করে। অভিযোগ ছিল প্রধানশিক্ষকের (principal) অত্যাচারে আত্মহত্যা করে ওই ছাত্র

প্রকাশ্যে এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের (Uttarpradesh) মোরাদাবাদে (Moradabad)। মঙ্গলবার এই খুনের ঘটনায় স্পষ্ট হয়ে যায় যোগী সরকারের রাজত্বে কীভাবে সহজ হয়েছে অস্ত্রের ব্যবহার। তবে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের। স্কুলের এক ছাত্রের আত্মহত্যার ঘটনার প্রতিশোধ নিতে প্রধানশিক্ষককে খুনের ষড়যন্ত্র করেন এক মা। ঘটনায় পুলিশ অভিযুক্ত মা সহ চারজনকে গ্রেফতার করে।

মোরাদাবাদের একটি সিসিটিভি ফুটেজ (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) মঙ্গলবার ভাইরাল (viral video) হয় যেখানে দেখা যায় বাইকারোহী দুই যুবক এক ব্যক্তির মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গুলিবিদ্ধ শাবাবুল হোসেনকে মৃত ঘোষণা করে।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেসরকারি স্কুলটির এক ছাত্র ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করে। অভিযোগ ছিল প্রধানশিক্ষকের (principal) অত্যাচারে আত্মহত্যা করে ওই ছাত্র। এরপরে সেই ছাত্রের মা তার আরও দুই ছেলে ও ছেলের বন্ধুর সঙ্গে ছক কষে শাবাবুলকে হত্যা করার। সেই মতো মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে মোরাদাবাদের রাস্তায় এই গুলি চালানোর ঘটনা ঘটে।