Monday, January 12, 2026

জীবদ্দশায় এক রোগীর একবারই রেজিস্ট্রেশন ফিজ, জানাল হেল্থ রেগুলেটারি কমিশন

Date:

Share post:

একজন রোগী তার জীবদ্দশায় একবারই রেজিস্ট্রেশন ফিজ দেবে। বেসরকারি হাসপাতালগুলিকে জানিয়ে দিল রাজ্যের হেল্থ রেগুলেটরি কমিশন। চিকিৎসকের ‘ভিজিট’ ছাড়া অতিরিক্ত টাকা আর দিতে হবে না রোগীদের।

চিকিৎসকের ফিজের সঙ্গে এতদিন হাসপাতালের রেজিস্ট্রেশন ফিজ হিসেবে বাড়তি টাকা নিত বেসরকারি হাসপাতালগুলি। কোনও হাসপাতালে এই রেজিস্ট্রেশন ফিজের মেয়াদ ছ’মাস। কোথাও আবার সাতদিন। মেয়ার ফুরিয়ে গেলে যতবার রোগী আসবেন, ততবার দিতে হত রেজিস্ট্রেশন ফিজ। এবার সেই নিয়ম বদলাতে চলেছে। বুধবার পশ্চিমবঙ্গ স্বাস্থ‌্য নিয়ন্ত্রক কমিশনের জানিয়ে দিয়েছে, এখন থেকে কোনও মেয়াদ রাখা যাবে না রেজিস্ট্রেশন ফিজের। একবারই তা নেওয়া যাবে রোগীর কাছ থেকে।

শেক্সপিয়র সরণির একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে দেবব্রত চক্রবর্তী নামে জনৈক এক রোগীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত আড়াইশো টাকা নেওয়া হয়। ডাক্তারের ফিজ ছাড়াও কেন অতিরিক্ত টাকা? প্রশ্ন তুলে রাজ‌্য স্বাস্থ‌্য নিয়ন্ত্রক কমিশনে চিঠি দেন দেবব্রতবাবু। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে বৈঠকে বসে স্বাস্থ‌্য নিয়ন্ত্রক কমিশনের ফুল বেঞ্চ। ডেকে পাঠানো হয় ওই হাসপাতাল কর্তৃপক্ষকে। কমিশনের প্রশ্নের জবাবে বেসরকারি হাসপাতাল জানায়, আমরা রোগীকে একাধিক অতিরিক্ত পরিষেবা দিই। রোগীর প্রয়োজনে হুইল চেয়ার, ট্রলি, হ‌্যান্ড স‌্যানিটাইজার থেকে শুরু করে পরিচ্ছন্ন বাথরুম, সব কিছু।

তাই রোগী পিছু আড়াইশো টাকা নেওয়া হয়। ছ’মাসের মধ্যে ডাক্তার দেখাতে এলে রোগীকে আর টাকা দিতে হয় না। তবে তাদের এই বক্তব্যে মান‌্যতা না দিয়েই রাজ‌্য স্বাস্থ‌্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম‌্যান অসীমকুমার বন্দ্যোপাধ‌্যায় জানিয়ে দেন, রেজিস্ট্রেশন চার্জ নেওয়ার যুক্তি আদৌ সঠিক নয়। নির্দিষ্ট মেয়াদের কথাও অমূলক। রেজিস্ট্রেশন চার্জ সমস্ত বেসরকারি হাসপাতাল নেয়। একবার তা নেওয়াই যায়। কারণ প্রতিটি বেসরকারি হাসপাতালে একটা রোগীর তথ‌্যভাণ্ডার মেইনটেন করতে হয়। তাহলে একটা ইউনিক পেশেন্ট আইডি তৈরি হয়। তার পরে যতবার সেই রোগী সংশ্লিষ্ট হাসপাতালে আসবেন, সেই ইউনিক আইডি-র মাধ‌্যমেই চিকিৎসা চলবে। সব হিসাব করে আমরা দেখেছি রেজিস্ট্রেশন চার্জ একবারই নেওয়া যাবে। অনেক হাসপাতাল রেজিস্ট্রেশন চার্জকে ‘লাইফটাইম’ বলে উল্লেখ করলেও কার্যক্ষেত্রে তা হচ্ছে না। এখন থেকে প্রথমবার রোগী যখন দেখাতে আসবেন সেই একবারই নেওয়া যাবে রেজিস্ট্রেশন ফিজ।

আরও পড়ুন- তন্ময়ের পর এক সিপিএম যুবনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বহিষ্কার করল দল

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...