Tuesday, November 4, 2025

যোগীরাজ্যে পুলিশের স্বেচ্ছাচারিতা, নাটকের আয়োজকের সঙ্গে অভব্য আচরণ উর্দিধারীদের

Date:

বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যে ক্ষমতার অপব্যবহার।উত্তরপ্রদেশের নাসিরাবাদে (Nasirabad, Uttarpradesh) এক নাটকের সংস্থার আয়োজককে থুতু চাটতে বাধ্য করল পুলিশ! ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই শোরগোল দেশ জুড়ে। যোগীরাজ্যের পুলিশের (UP Police) সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

নাসিরাবাদের কাপুরপুর গ্রামের প্রধানের এক প্রতিনিধি সুশীল শর্মা দীপাবলি উপলক্ষ্যে গ্রামে একটি নাটকের আয়োজন করা হয়। প্রশাসনের অনুমতি ছাড়া এই অনুষ্ঠান হচ্ছে বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ রাতেই অনুষ্ঠান মঞ্চে পৌঁছে আয়োজক সুশীলকে রীতিমতো হুমকি দিতে থাকে। তিনি নাটক বন্ধ করতে রাজি না হলে সুশীল শর্মা এবং তাঁর সহযোগীদের আটক করে থানায় নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয়। থানায় মেঝেতে তাঁকে থুতু চাটতেও বাধ্য করে পুলিশ। গ্রামের প্রধান এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, নাসিরাবাদের এসএইচও শিবকান্ত পাণ্ডে তাঁর কাছ থেকে ২ লক্ষ ঘুষ চান বলেও জানান তিনি। টাকা না দিলে কড়া মামলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন। শনিবার গ্রাম প্রধান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পুলিশের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রায়বেরেলির পুলিশ সুপার যশবীর সিং গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্তের আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক মহল বলছে এটাই বিজেপি শাসিত রাজ্যের আসল ছবি। উত্তরপ্রদেশে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন বুঝিয়ে দিল পুলিশ কতটা দলদাসে পরিণত হয়েছে।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version