Friday, August 22, 2025

কালো টি-শার্ট-সানগ্লাসে জন্মদিনে অন্য মেজাজে অভিষেক, মেটালেন কর্মী-সমর্থকদের আবদার

Date:

তাঁর জন্মদিন প্রতি বছর মতো এবারও প্রবল উৎসাহী তৃণমূলের কর্মী-সমর্থকরা। দুপুর থেকেই কালীঘাটে তাঁর বাড়ির সমানে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার, নির্দিষ্ট সময়ে সবার সঙ্গে এসে দেখা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পরেন কালো ফুল স্লিভ টি-শার্ট। চোখে কালো সানগ্লাস। তাঁকে দেখেই প্রবল উৎসহ ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে।

লোকসভা নির্বাচনের পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন রাজনৈতিক কর্মসূচির বাইরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রাজ্যে উপনির্বাচনের আগেই আমতলায় বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ শুরু করবেন অভিষেক। তার আগে জন্মদিনে কালীঘাটে অন্য মেজাজে অভিষেক। কালীঘাটের বাড়ির বাইরে সমর্থক ও দলীয় নেতা কর্মীদের ভিড় উপচে পড়ছিল। সবার আবদার মেটান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেলফি তোলেন, টিশার্টে অটোগ্রাফ দেন। সবার আনা উপহার, ফুল গ্রহণ করেন। তাঁর জন্য আনা সবকটা কেক কাটেন অভিষেক। সবার সঙ্গে আলাপচারিতায় একেবারে পুরোনো মেজাজে ছিলেন তিনি।

‘শুভ জন্মদিন, দাদা’, ‘জন্মদিনে দাদাকে শুভেচ্ছা’ পোস্টারে ঢেকে যায় এলাকা। ধামসা-মাদল বাজানো হয়। সবার সঙ্গেই দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সর্বক্ষণ অভিষেকের সঙ্গী ছিল তাঁর কন্যা ও পুত্র। ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর। তার আগে এদিন দলীয় কর্মীদের নিয়ে একদম অন্য মেজাজে জন্মদিন পালন করলেন অভিষেক।







Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version