Tuesday, November 4, 2025

‘বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের বিরুদ্ধে দাপট থাকবে অজিদের’, বললেন পন্টিং

Date:

নিউজিল্যান্ড সিরিজ অতীত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হোয়াইটওয়াশের পর এবার টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার গাভাস্কর কাপ। অজিদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে রোহিত শর্মার ভারত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত-বিরাট কোহলির মতো দুই মহাতারকার খারাপ ফর্ম, মহম্মদ শামির মতো ফাস্ট বোলারের অনুপস্থিতিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখা খুব কঠিন ভারতের কাছে। আর এরই মধ্যে ভারতের সাম্প্রতিক বিপর্যয়ের ফায়দা নিতে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর খেলা শুরু করেছে অস্ট্রেলীয়রা। নিজের আগের অবস্থানে থেকেই রিকি পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী, সিরিজ ৩-১ ফলে জিতবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে এবারের বর্ডার গাভাস্কর ট্রফিতে দাপট দেখাবে অজিরা।

এই নিয়ে আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘‘শামি না থাকায় ভারতের বোলিং গ্রুপে বিরাট ফাঁক তৈরি হয়েছে। আমি মনে করি, টেস্ট ম্যাচে ২০ উইকেট নেওয়াই বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ভারতের কাছে। তবে ওদের ব্যাটাররা এখানে রান করবে, এই ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।’’

পন্টিং এরপর যোগ করেন, ‘‘আমার মনে হয়, পাঁচ টেস্টের সিরিজে ভারত খুব সম্ভবত একটি টেস্ট জিততে পারে। অস্ট্রেলিয়া অনেক বেশি তৈরি হয়ে নামবে। অজি স্কোয়াডের অভিজ্ঞতাও বেশি। আমরা এটাও জানি, ঘরের মাঠে অস্ট্রেলীয়দের হারানো কতটা কঠিন। তাই আমি আগে যা বলেছিলাম তা থেকে সরে না এসেই বলছি, অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।’’

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে পন্টিংয়ের বাজি ঋষভ পন্থ ও স্টিভ স্মিথ। প্রাক্তন তারকা বললেন, ‘‘সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াইয়ে স্মিথ ও পন্থ থাকবে। তবে স্মিথের দিকে আমি ঝুঁকে থাকব। কারণ, সিরিজে ওর পছন্দের ৪ নম্বর পজিশনে ব্যাট করবে। জস (হ্যাজলউড) সবচেয়ে বেশি উইকেট পেতে পারে।’’

 

Related articles

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...
Exit mobile version