Thursday, August 21, 2025

আর জি কর মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি জানিয়ে প্রধান বিচারপতির কাছে ভর্ৎসিত আইনজীবী

Date:

Share post:

আর জি কর মামলা অন্য রাজ্যে স্থানান্তর করা হোক। বৃহস্পতিবার, শুনানিতে এই প্রস্তাব দিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) কড়া ধমক শুনলেন আইনজীবী। এদিন, মামলার শুনানিতে তাঁর প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অন্য কোথাও মামলা স্থানান্তর করা হচ্ছে না। একই সঙ্গে আরেক আইনজীবী পশ্চিমবঙ্গের মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন বলে আদালতে মন্তব্য করে ভর্ৎসিত হন।

এদিন সুপ্রিম কোর্টে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে CBI। সেই রিপোর্ট দেখার পরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন ডিভিশন বেঞ্চ আগামী ৪ সপ্তাহের মধ্যে সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

আরও খবর: স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তায় NFT-এর রিপোর্ট: তিন সপ্তাহে মতামত জানাবে সব রাজ্য

আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার শুনানিতে এদিন এক আইনজীবী আর্জি জানান, বাংলার বাইরে কোথাও মামলা স্থানান্তরিত করা হোক। আবেদন শুনেই নাকচ করে দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। বলেন, “হ্যাঁ, আমরা মণিপুরের মতো ঘটনায় এরকম করেছি। কিন্তু এই মামলায় আমরা এরকম কিছু করব না। মামলার কোনও স্থানান্তর হবে না।“

তারইমধ্যে আরেক আইনজীবী আবার বলে বসেন, পুলিশ এবং বিচার ব্যবস্থার উপর থেকে সাধারণ মানুষ আস্থা হারাচ্ছেন। তাতে দৃশ্যতই বিরক্ত হন প্রধান বিচারপতি চন্দ্রচূড় (D Y Chandrachur)। তিনি প্রশ্ন করেন, “আপনি কার হয়ে এই সব কথা বলছেন ? এসব তো ক্যান্টিনের গসিপ৷ এই ভাবে আপনি আদালতে কোনও অভিযোগ করতে পারেন না৷ আপনার অভিযোগের ভিত্তি কী ? কিভাবে আপনি বলছেন যে গোটা পশ্চিমবঙ্গের লোক বিচারব্যবস্থা, আইন শৃঙ্খলার উপরে আস্থা হারিয়েছেন? এই ভাবে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ তোলা যায় না৷“

প্রধান বিচারপতি বারবারই জানতে চান, কোন ব্যক্তি বা সংগঠনের হয়ে মৌখিক ভাবে এমন অবাস্তব অভিযোগ করছেন সংশ্লিষ্ট আইনজীবী৷ তারপরেও নিজের পরিচয় বা কাদের হয়ে এই অভিযোগ করা হচ্ছে, তা জানাননি সংশ্লিষ্ট আইনজীবী৷ প্রধান বিচারপতির কথার সূত্রেই সংশ্লিষ্ট আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী৷ তাঁর প্রশ্ন, এই ভাবে কোনও আইনজীবী ভিত্তিহীন অভিযোগ করেন কি ভাবে ? প্রবল চাপের মুখে পড়ে চুপ করে মুখ লুকিয়ে ফেলেন সংশ্লিষ্ট আইনজীবী৷

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...